গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের বেড়ীবাঁধের বাহির দক্ষিণ উদ্দমদী প্রবাসী মোঃ বাবুল গাজী ও দেলোয়ার প্রধানের বাড়ির সামনে ৬০/৭০ ফিট দৈর্ঘ্য নিয়ে জনসাধারণের চলাচলের রাস্তা ভেঙে যায়।
সরজমিনে জানা যায়, সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে নদীতে জোয়ারের পানি প্রচুর বৃদ্ধি হয়। গ্রাম টি ধনাগোদা নদী বেষ্টিত এলাকা হওয়ায় পানির চাপে ঐ এলাকার জনসাধারণের চলাচলের রাস্তা টি ভেঙে যায়। এতে জনসাধারণের চলাচলে ভোগান্তি বেড়ে যায়। তাৎক্ষণিক ঐ এলাকার মোঃ বাবুল গাজী গং তারা জরুরী ভিত্তিতে একটি বাঁশের সাঁকো তৈরি করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেয়। এখন মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানে অনেক বসতি। এ রাস্তা দিয়ে জনসাধারণ হইতে আরম্ভ করে কোমলমতি শিশু সহ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী, জেলে, কৃষক , ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখান দিয়ে আসা যাওয়া করে। জনসাধারণের লাগব দূর করার জন্য ভাঙ্গন স্থানটি মাটি ভরাট করন জরুরী হয়ে পরছে। জনসাধারনের চলাচলের রাস্তাটি ঝুঁকি মুক্ত করতে মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা বাসি।