বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

মতলব উত্তরে মা ইলিশ রক্ষায় ২২ দিনে আটক ১২৯ মামলা ২৭টি ও ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে জরিমানা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৪০ বার পঠিত হয়েছে
সুমন আহমেদ :
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে গত ২২ দিনে অভিযান চালিয়ে ১২৯ জন জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। তাদের মধ্যে ১২৫ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ভ্রাম্যমাণ আদালতে ৪ জনকে ১ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল ১ হাজার ৬’শ ৩১ কেজি মাছ ও ৩২টি নৌকা উদ্ধার করা হয়েছে। মোহনপুর নৌ ফাঁড়ির পুলিশ কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ ছিল। ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য এই ২২ দিন মাছ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কার্যকর করতে নৌ-পুলিশ নিরলস ভাবে কাজ করেছে।
মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ ধরার সময় জেলেদের আটক, মাছ, নৌকা ও করেন্ট জাল জব্দ করছে নৌ পুলিশ। প্রজনন অঞ্চল, নদ নদীর এলাকা সমূহে নৌ-পুলিশ টহল ও অভিযান চালিয়েছে। একই সঙ্গে ইলিশ আহরণ, বিপণন, কেনাবেচা, মজুদ ও বিনিময় নিষিদ্ধ ছিল। একই সঙ্গে মৎস্য আড়ৎদার, জেলে সমিতিসহ সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীতে কোন ভাবে মাছ ধরার নৌকা, ট্রলার যেন না নামানো হয় সে বিষয় নজরদারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২২ দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১২৯ জন জেলে, ৭ কোটি ৬৩ লাখ ১৬ হাজার মিটার কারেন্ট জাল, ১৬৩১ কেজি মাছ ও ৩২ টি নৌকা জব্দ করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে ৪ জেলেকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com