সুমন আহমেদ :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে বিজয়ী করার লক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক আগামী ৩ জানুয়ারী অনষ্ঠিত হবে। উঠান-বৈঠকে সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা সোমবার (২৫ ডিসেম্বর) উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ছোটহলদিয়ায় অনুষ্ঠিত হয়েছে। সাবেক ইউপি সদস্য রেনু আক্তারের সভাপতিত্বে ও আবুল কালাম আশিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আ’লীগ নেতা আলহাজ¦ মুক্তার হোসেন গাজী।
এ সময় বক্তব্য রাখেন ফরাজীবান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেরোয়ার হোসেন দানেশ, চাঁদপুর জেলা পরিষদের মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি’সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ¦ মুক্তার হোসেন গাজী বলেন, আপনারা আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করুন। যাতে দেশের উন্নয়ন অব্যাহত থাকে, মানুষ শান্তিতে থাকে। নৌকা আপনাদের মার্কা, নৌকা জনগণের মার্কা। এই নৌকা মার্কায় ভোট দিয়ে এ দেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার সুযোগ পেয়েছে।’ তিনি নৌকায় ভোট দেয়ার জন্য উপস্থিত সবাইকে হাত তুলে ওয়াদা করার আহ্বান জানান। সবাই হাত তুলে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করেন। তিনি সকলকে আগামী ৩ জানুয়ারী উপজেলা মহিলা আ’লীগের উঠান-বৈঠকে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানান।