গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিন উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ডেঙ্গু রোগী গত ২৭ জুলাই পর্যন্ত ১১৩ জন ভর্তি ও বাড়ি ফেরৎ ছিল, ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি আছে ২৮জন। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ জানান, প্রথম ডেঙ্গু রোগী ৩ জুলাই থেকে শুরু, ঐ থেকে ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি ও ফেরৎ মোট রোগী ৮২ জন ছিল। আর ভর্তি আছে ১২ জন। মোট ৮২ রোগীর মধ্যে রেফার হয়েছে ৫ জন। কোন রোগী মৃত্যু বরন করেন নাই। তিনি বলেন, মানুষ সচেতন না হওয়ার কারনে ডেঙ্গু রোগী বেড়েই চলছে, এখন প্রয়োজন মানুষকে সচেতন হওয়া, বাড়ি, ঘর, আঙ্গিনা, ডোবা,নালা ও পুকুর পরিস্কার রাখা। তিনি আরও বলেন, মানুষ যদি পাগল বলে বলুক, দিনে ঘুমানোর সময়ও মশারী ব্যবহার করতে হবে। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সঃ মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের ডাঃ হাসিবুল ইসলাম জানান, এখানে চলতি মাস থেকেই ডেঙ্গু রোগী আশা শুরু হয়, গত ২৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ও বাড়ি ফেরৎ ছিল ৩১ জন। ২৭ জুলাই পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। এ পর্যন্ত কোন ডেঙ্গু রোগী মৃত্যু বরন করেন নাই, কোন খানে রেফার করা হয় নাই। এখন শুধু দরকার মানুষের সচেতনতা হওয়া। বাড়ি, ঘর, জঙ্গল, ডোবা, নালা, পুকুর ও বিল্ডিং এর ছাদ পরিস্কার পরিচ্ছন্নতা রাখা। মানুষ সচেতন হলেই ডেঙ্গু থেকে মানুষ বাচতে পারবে। আর দিনে রাতে মশারী দিয়ে ঘুমাতে হবে।