সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Казино без необходимости идентификации в 2025 году Безопасные интернет-казино с мгновенными транзакциями и бонусными предложениями. Наилучшие казино с выгодными бонусами Каким способом онлайн-казино приманивают пользователей с помощью соревнований বাবা চলে যাবার আজ দুই বছর ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি

মতলব দক্ষিণে প্রানী সম্পদ কর্মকর্তা জাকিরের বিরুদ্ধে আদালতে মামলা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

মানিক দাস // মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হুসাইনের বিরুদ্ধে গত ৭ নভেম্বর এসএম শাহ আলমগীর চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে জোর জব্বরে জমি দখল ও বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়ায় মামলা দায়ের করেছেন।

মামলা এজহারে জানা যায়, মতলব উত্তর উপজেলাধীন হালে ৩৮নং লবাইরকান্দি মৌজার বিএস ৪৪নং খতিয়ানের হাল ১৭৫৪ দাগের আনোয়ার হোসেন শিকদার ওয়ারিশ সূত্রে মালিক হইলে তাহার নামে বিএস ৪৪খতিয়ানে ১৭৫৪ দাগে উক্ত আনোয়ার হোসেন মালিক ও দখলকার হইয়া মৃত্যুবরণ করিলে তাহার ৩পুত্র ও ৪ কন্যা মালিক হন।

১৮ নভেম্বর ২০২১সালে ৬০৮২নং দলিল বিগত ১৫/০২/২০২৩ইং তারিখে ১১৯৬নং দলিল ও ২৪/০৯/২৪ইং তারিখে ৫৫৬৭নং দলিল মূলে মালিক হইয়া বিগত ১৫/১০/২০২৪ইং তারিখে ১৩৬৬নং নামজারি জমাখারিজ খতিয়ান প্রস্তুত করিয়া মালিক ও দখলকার হয়।

উক্ত ভ‚মি জোর জব্বরে প্রাণী সম্পদ কর্মকর্তার প্রভাব খাটিয়ে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনি, লাঠি সোটা নিয়ে উক্ত ভ‚মি দখল করার চেষ্টা করলে শাহআলমগীর বাধা দেয়। পরে এলাকাবাসী তাজুল ইসলাম, সফিক শিকদারসহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মদ জাকির হুসাইনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জমি দখল করে এলাকাবাসীকে হুমকি ধমকি দিচ্ছে। তার সাথে কেউ কিছু বললে হামলা মামলার ভয় দেখায়। তিনি বলেন, আমার একাধিক সচিব আত্মীয় স্বজন রয়েছেন। আমার কেউ কিছু করতে পারবে না। করতে পারলে করিছ।

গোপন সূত্রে জানা যায়, ওই প্রাণী সম্পদ কর্মকর্তার পূর্ব কর্মস্থলে জনসাধারনের সাথে খারাপ আচরন ও টাকা নেয়ার কারনে তাকে শোকজ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়েছে। কোন খূটির বলে তিনি এখনও কর্মরত রয়েছেন, তা কারো জানা নেই। আরো জানা যায়, তিনি সাবেক ছাত্রলীগের নেতা এবং এখনও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করছে। আতংকে রয়েছে গনমাধ্যম কর্মী থেকে শুরু করে তার অফিসের কর্মচারীরা পর্যন্ত।

এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তারেক রহমান জানান, তার বিরুদ্ধে ব্যবস্থামূলক শোকজ করা হয়েছে। নিজ জেলায় চাকুরী করার নিয়ম না থাকলেও অনিয়মকে নিয়ম করেই প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাকির হুসাইন মতলব দক্ষিণে কর্মরত আছেন।

মতলব দক্ষিণ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ জাকির হুসাইন মুঠো ফোনে যোগাযোগ করলেও তিনি বলেন, আমার বিরুদ্ধে মামলা হয়েছে তা আমি জানি। জমি জবর দখলের সাথে আমি জড়িত নই।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com