মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান শাখা থেকে পরীক্ষায় অংশ গ্রহন করে ১৪৭ জন। এর মধ্যে পাশ করেছে ১৪৩ জন। অকৃতকার্য হয়েছে ৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১০৫ জন।
মানবিক শাখা থেকে পারীক্ষায় অংশ গ্রহন করে ৭৫ জন শিক্ষার্থী। পাশ করেছে ৭২ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন।
ব্যাবসা শিক্ষা শাখা থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১৯ জন। কৃতকার্য হয়েছে ১৯ জন। জিপিএ ৫ পেয়েছরে ৭ জন।
মোট জিপিএ ৫ পেয়েছে ১১৭।
এ প্লাস পেয়েছে ৮৫ জন। এ পেয়েছে ৮৫ জন, এ- পেয়েছ ২৫ জন বি পেয়েছে ৪ জন এবং সি পেয়েছে ৩ জন। গড় পাশের হার ৯৭,১০%।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম বলেন, এ ফলাফলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমরা চাই ফলাফল আরো যেন ভাল হয়। আমাদের ৭ জন খারাপ না করতো তাহলে আমরা শতভাগ পাস করতে পারতাম। আশা করি আগামী বছর মাতৃদি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল কুমিল্লা শিক্ষা বোর্ডের মধ্যে ভালো হবে। ২০২৬ সালে যারা পরীক্ষা দিবে, আমরা এখন থেকেই তাদেরকে প্রস্তুত করছি।