জানা যায়, লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রশিদের ঘোনা এলাকার নুরুল ইসলাম ছেলে মিজানুল হক (ওরফে টুকাই মিজান) কে বিবাদি করে গত ২১শে এপ্রিল ২০২৫ সালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন কফিলউদ্দিন। মামলা নম্বর ২২৪। জিডির সূত্রমতে বিবাদী মিজানসহ আরো কয়েকজন গত ৮ মে রাত্রে উপজেলার চুনতি বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বাদিকে একা পেয়ে রেল লাইনের ৫০গজ উত্তরে চলার পথ গতিরোধ করে বাদিকে মামলা দায়ের করার কারনে ক্ষিপ্ত হয়ে নানা রকম গাল মন্দ করে এবং মামলা তুলে না নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
বাদি কফিল জানান, মামলা করার পরে হতে এই কিশোর গ্যাং এর লিডার মিজান প্রকাশ টোকাই মিজান আমাকে ও পরিবারের সদস্যদেরকে নানার রকম ভয়ভীতি হুমকি দুমকি দিয়ে আসছে। তাছাড়া তার সদস্য দিয়ে হুমকি অব্যাহত রেখেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, মিজান বিভিন্ন মুখোশে নানান অপকর্মের ঘটনায় জড়িত। তিনি পেশাই লোক দেখানো টমটম চালক দাবি করলেও আড়ালে চোরাই কারবার ও মাদক কারবারীদের অন্যতম ভূমিকা পালন করে। তাছাড়া গরু চুরির ঘটনায় তার শ্যালক এর সাথে সরাসরি জড়িত বলে সূত্র প্রকাশ।