বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

মা জাতিকে উৎসর্গ করে দুর্গাপূজা ‘আলোর শিখায় দেবি দর্শণ’ আদলে শ্রী পূজারী সংঘের মন্ডপ’

  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

চাঁদপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি জাতির প্রাণের উৎসব। মায়ের কাছে জাতির মঙ্গল, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সারা দেশে শুরু হয়েছে শারদোৎসব।

সারাদেশের পূজামণ্ডপগুলোতে এখন উৎসবের আমেজ। ভক্তরা দেবী দুর্গার চরণে প্রার্থনা করছে— মা যেন সব অশুভ শক্তি দূর করে জাতিকে শান্তি, উন্নতি ও কল্যাণের পথে এগিয়ে নেন।

দেবী দুর্গা যেমন অসুর নিধন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি পৃথিবীতে অনেক মাযেরা তাদের সংসার জীবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করছে। সেই মায়েদেরকে সম্মান জানিয়ে এবং মায়েদের উঁচু স্থানে বসাতে এবার চাঁদপুরের সদরে শ্রী পূজারী সংঘের দুর্গা মন্ডপ করা হয়েছে।

মন্ডপটিতে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ বহির্বিশ্বের সাজসজ্জা এনে প্রতিমা সাজানো হয়েছে। এছাড়াও মায়েরা যখন দেবী দর্শন করতে আসবে তখন মায়েদের পাশাপাশি পৃথিবীতে থাকা মা ও দেবী দুর্গার দর্শন একসাথেই দর্শন হয় সেজন্যে পুরো মন্ডপটিতে বিশেষ স্থানে আয়না ব্যবহার করা হয়। এমনকি সৌন্দর্যবর্ধনের জন্যে বিশেষ ঝুমুরের ব্যবস্থা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থার জন্যে পুরো মন্ডপটিতে সিসি ক্যামরেরার আওতায় আনা হয়।

পুজা পরিষদ কমিটির প্রচার সম্পাদক অভিজিৎ সাহা জয় জানায়, বিশ্ব শান্তি কামনায় প্রতিবছরই আমরা দুর্গাপূজা করে থাকি। সত্যি কথা বলতে আমরা দেবী মায়ের পুজা করলেও অনেকসময় পৃথিবীতে থাকা মায়েদেরকে আমরা অবহেলা করি। তাঁরাও পৃথিবীতে এসে সামাজিক উন্নয়নেও অনেক যুদ্ধ করে থাকে। যেহেতু আমরা দেবী মায়ের পুজা করছি সেইক্ষেত্রে পৃথিবীতে থাকা মায়েদেরও আমাদের একরকম পুজা বা সম্মানের উচ্চস্থানে বসানো উচিত। সেই চেতনাকে ধারণ করার উদ্দেশ্যেই আমাদের এবারের লক্ষ্য।

কমিটির অ্যাড. দীপক চন্দ্র দেবনাথ সাধারণ সম্পাদক বলেন, মা আমাদের মাঝে এসেছেন আবার বিসর্জনের মাধ্যমে চলে যাবেন। মা যেমন অসুর নিধন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তেমনি পৃথিবীতে থাকা মায়েদের শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি। দেবী দুর্গা মা যেন পৃথিবীর সকলকে ভালো রাখেন এবং আমাদের দেশকে সুন্দর ও শান্তিময় রাখেন এই প্রার্থনাই করছি।

কমিটির সভাপতি মৃনাল কান্তি সাহা বলেন, ত্যাগ ও শক্তির বার্তা নিয়েই প্রতিবছর দুর্গাপূজা বাঙালি জাতিকে ঐক্য, সৌহার্দ্য ও মানবিকতার শিক্ষা দেয়। এ উৎসব এখন কেবল হিন্দু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষ মিলিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। মায়ের কাছে প্রার্থনা করি এমন সৌহার্দ্য আমাদের দেশে যেন সবসময়ই বিরাজ করেন।

তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুজা যেন আমরা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে করতে পারি সেক্ষেত্রে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আমাদের প্রচুর সহযোগিতা করায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও রাজনৈতিক দলগুলোরও ভূমিকা ছিলো অন্যরকম ভালো। যা আমাদেরকে পূজা উদযাপন করতে অনেক প্রেরণা দিয়েছে। ভবিষ্যতেও আমরা এমনটাই প্রত্যাশা করছি। এবারের দুর্গোৎসব হয়ে উঠেছে জাতির ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও তরুণদের অংশগ্রহণে পূজামণ্ডপগুলোতে বইছে সম্প্রীতির মেলবন্ধন।

 

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com