মঙ্গলবার ( ১৭ অক্টোবর) দুপুরে
কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ধামঘর ইউনিয়নের ১১ শত কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতারণ করা হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম কিশোর, মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, মুরাদনগর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল বারী ইবনে জলিল ও ধামঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে পুষ্টি গ্রামে গম, ভুট্টা, সরিষা সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ মসুর, খেসারী, আম, কাঠাল, লেবু, আতা, মাল্টা, লেবু, পেয়ারা, পেঁপে, কুল চারা বিতরন করা হয়েছে।