মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ

মুরাদনগরে গোমতী পাড়ের সাত শ’ পরিবার পানি বন্ধি

  • আপডেটের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২১৩ বার পঠিত হয়েছে

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:
মুরাদনগর উপজেলার গোমতী নদীর পাড়ে বসবাসরত শিবানীপুর, নয়াকান্দি, ধামঘর, ভূবনঘর ও শুশুন্ডা এই পাঁচ গ্রামের প্রায় সাতশ পরিবার পানি বন্ধি হয়েছে। গত পাঁচ দিনের মধ্যে গত মঙ্গলবার রাত থেকে ওই এলাকার পানি ভয়াবহতায় রূপ নিয়েছে। কারো কাছ থেকে কোন প্রাকাশ সহায়তা না পেয়ে তারা মানবেতর জীবন পার করছে।
বন্যা নিয়ে কথা বলতে গেলে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নয়াকান্দি গ্রামের সামসুন নাহার (৫৩)। তিনি ছেলের বউ ও নাতি নিয়ে তিনদিন বাড়িতে হাঁটু পানিতে ছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎ পানি বেশি বেড়ে যাওয়ায় বেড়ি বাঁধের উঁচু অংশে আশ্রয় নেন। ওই গ্রামে এখনো কোনো ত্রাণ পৌঁছায়নি বলে জানান তিনি।
শুধু সামসুন নাহারই নন, এই গ্রামের প্রবীণ আব্দুল বাতেন বলেন, ‘একবার বড় বন্যা হইছিল। আমি তহন কিশোর। হেই বন্যায় আমাদের গ্রামের সব বাড়ি-ঘরে পানি ওডে (উঠে) নাই। কিন্তু এই বন্যায় একটি ঘরও পানি ওডার (ওঠার) বাকি নাই। অহন সব বাড়ি-ঘরে কোমরপানি।’ তিনি বলেন, ‘শুনেছি, অন্য এলাকার মানুষজন ত্রাণ পাচ্ছে। কিন্তু আমাদের গ্রামে কেউ ত্রাণ নিয়ে আসেনি। অনেকের ঘরে খাবার নেই। মানুষ খুব কষ্টে আছে।’
নয়াকান্দি গ্রামের মেম্বার আবু কাউসার ভূইয়া বলেন,‘নয়াকান্দি পূর্ব ও পশ্চিম পাড়ার প্রায় দেড়শ পরিবার পানি বন্ধি। তাদেরকে কোন ত্রান সহায়তা দেয়া হয়নি। বিষয়টি আমি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে জানিয়েছি।’
ভূবনঘর গ্রামের মেম্বার মো. অলি বলেন, ‘দিন এনে দিন খায় এমন তিনশ পঞ্চাশ পরিবারের তালিকা করেছি। তারা সবাই পানি বন্ধি। বিশেষ করে, ভূবনঘর গ্রামের পূর্ব, পশ্চিম ও মধ্যপাড়া এবং ধামঘর গ্রামের উত্তর ও দক্ষিন পাড়ার লোক জনের অবস্থা একটু বেশি খারাপ। তাদের সহায়তা প্রয়োজন।’
শুশুন্ডা গ্রামের মেম্বার আবু কাউসার বলেন, ‘আমার গ্রামে একশ বায়ান্ন পরিবার পনি বন্ধি। তাদের ত্রান সহায়তা প্রয়োজন।’
উপজেলার নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, ‘ যে পরিবার গুলোর অবস্থা তোলনা মূলক খারাপ তাদের একটি তালিকা করতে বলছি, পর্যায়ক্রমে সকলকে সহায়তা দেয়া হবে।’ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন, কুমিল্লা পানি উন্নায়ন বোর্ড উপ বিভাগ প্রকৌশলী মোঃ সেলিম মিয়া ও তার দপ্তর বিভিন্ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ানম্যানগন ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com