আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জনপ্রিয় খবরের কাগজ দৈনিক আজকের পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজকের পত্রিকাটির মুরাদনগর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম আরিফের আয়োজনে সোমবার বিকেল তিনটায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তন কক্ষে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এক বর্ণ্যঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জন্মদিনের কেক কেটে আজকের পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।
অনুষ্ঠানে প্রেসক্লবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সহ সভাপতি এম কে আই জাবেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম,উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, চাপিতলার চেয়ারম্যান আবু মূসা আল কবির, জাহাপুরের চেয়ারম্যার সৈয়দ ইঞ্জিনিয়ার সৌকত আহমেদ, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সদস্য হেলাল চৌধুরী প্রমুখ।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক আজকের পত্রিকার প্রকাশক ওসম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক আজকের পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।