মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথ বাহিনী আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন সম্পন্ন  চাঁদপুর জেলা আ. লীগ সভাপতি নাছির দুই দিনের রিমান্ডে জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মানিক দাস বিনা প্রতিদ্বন্দ্বিত দপ্তর সম্পাদক নির্বাচিত  মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মহন সরকারের জানাজা সম্পন্ন কাল ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার  নির্বাচন চাঁদপুরে প্রথমবারের মত আধুনিক পদ্ধতিতে  দাঁতের চিকিৎসা বিষয়ক কর্মশালা চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে ন্যায্য মূল্যের নামে ওষুধের দোকানির প্রতারণা // ভোক্তা অধিদপ্তরের অভিযান  পুলিশের নিরাপত্তা আছে কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা নেই,,,জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিপুল পরিমাণ ইয়াবা সহ কচুয়া ও হাজীগঞ্জ থেকে দু মাদক কারবারি আটক 

মুরাদনগরে যৌতুক না পেয়ে স্ত্রীকে মারধর করে তাড়িয়ে দিল স্বামী

  • আপডেটের সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৩০৮ বার পঠিত হয়েছে

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ
খাপড়া গ্রামের পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে বাবার বাড়ি পাঠিয়েছেন স্বামী। এঘটনায় নির্যাতিত ওই নারী স্বামী,দেবর বাসুরসহ পাঁচজনকে আসামি করে বাঙ্গরা বাজার থানা ও কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা ৮নং চাপিতলা ইউনিয়নের খাপুড়া গ্রামের মৃতঃ বজলুর রহমনের ছেলে স্বামী মোঃ রুবেল মিয়া(৩২) প্রায় ০৯ বছর আগে পারিবারিকভাবে খাপুড়া গ্রামের সুন্দর আলী মেয়ে কল্পনা আকতার হোসনা(২৫)কে রেজিস্টার কাবিন মূলে ১৭ অক্টোবর/২০১৩ সালে বিয়ে করেন। বিয়ের সময় মোঃ মোঃ রুবেল মিয়াকে যৌতুক হিসেবে নগদ ১লাখ টাকা,৩ভরি স্বর্নলংকার ও আসবাবপত্র কিনে দেন কল্পনা আক্তার হোসনা পরিবার। ওই সময় সুখেই সংসার চলছিল তাদের। তাদের দাম্পত্য জীবনে আব্দুল্লাহ (৫) বয়সী ১টি সন্তান রয়েছে। বিয়ে পর স্বামীকে সৌদী আরব পাঠানোর হয় স্ত্রীর টাকায়। স্বামী সৌদী ভাল সুবিদা করতে না পেরে সৌদী থেকে বাড়ী এসে স্ত্রীকে আরো ৩লাখ টাকা বাবার বাড়ী থেকে আনার জন্য চাপ সৃস্টি করে। এতে স্ত্রী বাবার বাড়ীতে থেকে টাকা আসতে অপরাগতা প্রকাশ করলে মারধর করে ফের বাবার বাড়িয়ে পাঠিয়ে দেয়।নির্যাতনের শিকার কল্পনা আক্তার হোসনা বলেন, সন্তানের ভবিষ্যৎ জীবনের কথা চিন্তা করে আমার মা বাবা ও ভাইর কাছ অনুরোধ করে স্বামী মোঃ রুবেল মিয়াকে প্রায় ৫বছর পূর্বে সৌদী আরব যাবার সময় স্ত্রীর কাছ থেকে ৫লাখ টাকা হাওলাত নিয়ে টাকা ফেরত দেয়নি। কিন্তু মোঃ রুবের মিয়া সৌদী গিয়ে কোনো কাজকর্ম না করায় তাহাকে দেশে পাঠাইয়া দেয় তার মালিক। চলে আসে দেশে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে মিমাংসা করে দিলে স্বামী স্বামী সন্তান সুখের আশায় তাকে পূনরায় লাখ টাকা দেয়া হয়।১০ মে/২০২১ সালে স্বামী মোঃ রুবেল মিয়া তাহার পিত্রালয়ে কাছে জায়গা ক্রয় করা কথা বলে ৩লাখ টাকা যৌতুক আনিয়া দিতে বলিলে তাকে মারধর করে।ভাসুর ও দেবর খুরশেদ আলম(৪৫), আঃ মোমেন(৪০), জুয়েল মিয়া(২৭) ও মুরশিদ মিয়া(৪৩) তারা আমাকের হত্যার হুমকি দিচ্ছেন।একথা বলার পর আমি বলেছি বারবার আমার মা ভাই কোথায় থেকে এত টাকা দেবেন। এমন কথা বলার পর তারা বলেন আমি মুখের ওপর কথা বলি। পরে গালমন্দ করে চুলে ধরে আমাকে মাটিতে ফেলে দিয়ে সবাই মারপিট করে। আমার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের কবল থেকে উদ্ধার করেন। পরে আমার মা বাবা ভাইকে খবর দিয়ে তার সম্প্রতি মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স ভতি করেন। এরপর বাবার বাড়ি চলে আসি।
স্বামী মোঃ রুবেল মিয়াকে তার মুঠোফোনে ০১৭৮৩১৯১৩১২ নম্বারে বার বার ফোন করেও তিনি ফোন তুলেন নি। বাসুর আঃ মোমেন বলেন, মামলা কুমিল্লা বিজ্ঞ আদালতে বিচারাধীন। এসব আমার ভাই মোঃ রুবেল সাথে হয়েছে। আমরা কিছু জানিনা।
এঘটনায় তিনিন্যায় বিচার আশায় বুধবার বাঙ্গরা বাজার থানায় মামলা করি, সোমবার ২৬জুন/২০২২খ্রি, কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ৩ আদালতে ও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রড ৮নং আমলী আদালতে ১৫ জুলাই ২০২১ সালে যৌতুক আইনে ২টি অভিযোগ দায়ের করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাস্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ প্রশাসনের কাছে ন্যায় বিচার চান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com