আবুল কালাম আজাদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
রাজাবাবু ও আল্লার দান নামে ২৭মন ওজনের দুইটি ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি যতœ নেয়া হচ্ছে রাজাবাবু ও আল্লার দান।
কুরবানি উপলক্ষে মুরাদনগর উপজেলায় ২২টি ইউনিয়নের ৩টি স্থায়ী ৩৭টি অস্থায়ী পশুর হাট, কোরবানীর পশু মোট খামারী সংখ্যা ৩৩৪৫টি, ষাড় ১৯৮৯টি, বলদ ১৫৩৪টি, গাভী ২২৪৩টি, মহিশ৩৬টি. ছাগল ৩০০৮টি, ভেড়া ৬৭৭টি মোট ১৯৪৮৭টি রয়েছে।
গত ৫ বছর ধরে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গরু মোটাতাজাকরণ করে আসছে সরমাকান্দা গ্রামের মেসার্স ভূইয়া ডেইরী ফার্ম ফার্মের মালিক মোঃ শাখাওয়াত হোসেন ওরফে মোঃ আলী। তিনি দৈনিক মানবজমিনকে বলেন, ২৭ মন ওজনের ২টি গরু রয়েছে, একটি নাম রাজাবাবু অপরটি নাম আল্লার দান। চলতি বছর তার গরুর ফার্ম কুরবানির ঈদকে সামনে রেখে ১৫টি বেশি গরু মোটাতাজাকরণ করছেন।
এই বছর গোখাদ্যের দাম যে পরিমান বেড়েছে তা আসলেই দুশ্চিন্তার বিষয়। এখন ভাবছি কিভাবে বাড়তি টাকা দিয়ে গোখাদ্য কিনে গরু মোটাতাজাকরণ করে লাভবান হবো সেই চিন্তায় দিন পর করছেন তিনি। যদি গত বছর যে গরু ১লাখ টাকা বিক্রি করেছি সেই গরু যদি ১লাখ ২৫ হাজার টাকা এবং দেড় লাখ টাকার গরু যদি দুই লাখ টাকা বিক্রি করি তাহলে কিছুটা লাভবান হবেন বলে তার দাবি। গ্রামীণ খাবার গমের ভূষি ছোলা বুটের ভুষি, ভুট্টার ভুষি, নেপিয়ার ঘাষ ও চিকন খড় খাওয়ান তিনি। তবে বর্তমান বাজারে গোখাদ্যের দাম গত বছরের তুলনা দ্বিগুন হয়ে গেছে। যে ভুষির এক বস্তা দাম ছিলো এক হাজার পাঁচশ টাকা এখন সেই ভুষির প্রতি বস্তার দাম তিন হাজার টাকা।
এবিষয়ে মুরাদনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(ইউএলও) ডাক্তার মোহাম্মদ আলী বলেন, এই বছর (২০২২ সালে) মুরাদনগর প্রাণী সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডাক্তার মোহাম্মদ আলী বলেন, মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৩টি স্থায়ী ৩৭টি অস্থায়ী পশুর হাট রয়েছে। কোরবানীর পশু মোট খামারী সংখ্যা ৩৩৪৫টি, ষাড় ১৯৮৯টি, বলদ ১৫৩৪টি, গাভী ২২৪৩টি, মহিশ- ৩৬টি. ছাগল- ৩০০৮টি, ভেড়া ৬৭৭টি মোট- ১৯৪৮৭টি। ২০২১ সালে কোরবানীর পশু ছিল গাভী ২৬০০টি, ষাড় ১১০৪৩টি, মহিশ ৮৭টি, ছাগল ৪৩৩৬টি, ভেড়া ১১০০টি, মোট ১৯১৬৬টি। তা দিয়ে এবছর উপজেলা যে পরিমাণ পশুর চাহিদা রয়েছে সেই কুরাবানির চাহিদা পূরণ করবে। এসব খামারে পশুদের স্টেরয়েড জাতীয় কোনো ধরণের ইনজেকশন ছাড়াই মোটাতাজারণ হরা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা নিজ উদ্দ্যেগে ” মুরাদনগর অনলাইন পশুর হাট” নামে ফেইসবুক একটি পেইজ খুলেছেন। সব ধরণের পরামর্শ ও সেবা প্রদান রে খামারিদের সহযোগিতা প্রাদন করছেন।