লামিয়া আক্তার , মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি ঃ মুরাদনগর উপজেলা ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নবীপুর স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ইউনিয়ন পরিষদ সদস্য ও নবীপুর ইউনিয়ন কৃষক লীগ আহবায়ক মজিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগ আহবায়ক পার্থ সারথী দত্ত, বিষেশ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা কৃষক লীগ দপ্তর সম্পাদক মোঃ হানিফ মিয়া, মুরাদনগর উপজেলা কৃষি লীগ আহবায়ক ও দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন খন্দকার, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাক্কি, নবীপুর ইউনিয়ন কৃষক লীগ যুগ্ম আহবায়ক আনিসুল রহমান প্রমুখ।