আবুলকালামআজাদ,কুমিল্লাপ্রতিনিধি:
কুমিল্লারমুরাদনগরেগাছেরপাতাঝাড়– দিয়েকুড়ানোনিয়েপ্রতিবেশি দুইমহিলাঝগড়াবাধে। তাদেরঝগড়ায়একপর্যায়েসামিলহয়উভয়ের স্বামী। বাকবিত-ারএকপর্যায়েহাতাহাতির পর মাটিতেপরেগিয়েজ্ঞানহারায়জহিরমিয়া (৪৫)। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষনাকরেনতাকে। গতকালবুধবার দুপুরেউপজেলারধামঘরইউনিয়নেরধামঘরগ্রামের দক্ষিনপাড়ায় এই ঘটনা ঘটে।
ঘটনারপ্রধানআসামীখোরশেদ মিয়াকেআটককরেছেপুলিশ। সে ধামঘরগ্রামেরমৃতনওয়াবআলীর ছেলে। মামলারঅপরআসামীফাতেমা আক্তার (২৪) পলাতক।
মামলারবাদী ও ঝগড়ায়নিহতজহিরমিয়ার স্ত্রী সেলিনা আক্তার বলেন, ‘আমিআমারগাছেরপাতাঝাড়– দিয়ে নেয়ারসময় খোরশেদ মিয়ার স্ত্রী ফাতেমাবাধা দেয়। এই নিয়েতার সাথে আমারবাকবিত-াচলাকালিনতার স্বামী ঘর থেকে বেরহয়েআমাকেমারতেআসে। তা দেখে আমার স্বামীএগিয়েআসলেতারা স্বামী-স্ত্রী মিলেতাকেএলোপাতারিকিলঘুষি মেরেমাটিতে ফেলেদিলেআমার স্বামীজ্ঞানহাড়িয়ে ফেলে। তৎক্ষনাতহাসপাতালেনিয়ে গেলে ডাক্তার তাকেমৃত ঘোষনাকরেন।
মুরাদনগর থানারওসি কামরুজ্জামান তালুকদারবলেন,জহিরেরশরীরে কোনআঘাতেরচিহ্ন নেই। নিহতজহিরমিয়ার স্ত্রী সেলিনা আক্তার বাদীহয়েমামলা দিয়েছে। প্রধানআসামী খোরশেদ আলমকেআটককরেছি।