শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ স্পোর্টস ফেডারেশনস  সেক্রেটারীজ ফোরামের  এডহক কমিটির সহ সভাপতি নির্বাচিত নওগাঁয় মহিলাসহ ৪ ভুয়া পুলিশ আটক  চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৫টি প্রতিষ্ঠানকে ৪০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ  সেনাবাহিনীর যৌথ  অভিযান। ৮টি প্রতিষ্ঠানকে ৮০,০০০/- টাকা জরিমানা পরিচালকের নির্দেশে ওয়ার্ড বয় ফারুক শিশু কে কবরস্হানে রেখে আসে // ইউনাইটেড হাসপাতাল সিলগালা  চাঁদপুর শহরের মাঠসমূহ দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করা দাবিতে সংবাদ সম্মেলন ২২ সেপ্টেম্বর চাঁদপুরে শুরু হচ্ছে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শ্রীশ্রী মহাপ্রভুর নীলাচল মন্দিরের পক্ষ থেকে এই প্রথম তর্পণের আয়োজন  চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে   ইয়াবা ব্যবসায় ধরা খেল ৬ জন বীরগঞ্জে এলজিইডি কর্তৃক দিনব্যাপী ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ ক্যানেলে এখন ও আগাছা পরিষ্কার হয়নি

  • আপডেটের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পঠিত হয়েছে

গোলাম নবী খোকনঃ দেশের অন্যতম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ। এ বাধঁ টি ১৯৮৯/৮০ সালে মেঘনা ধনাগোদা নদীর চর্তূর দিক নদী বেষ্টিত ৬০ কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। এর ভিতরে রয়েছে সাড়ে সতর হাজার হেক্টর ভূমি। ঐ সময়ে সরকারের উদেশ্য ছিলো সৎ। তিনটি বিষয় নিয়ে তৈরী হয়েছে এ বাধঁ। বাঁধ তৈরীতে অর্থ যোগান দিয়েছে এডিব এশিয়ান ডাবলপমেন্ট বোর্ড। যে জন্য করা হয়েছে বাঁধ, ১) বন্যা নিয়ন্ত্রণ বেড়ীবাঁধ, ২) সেচ ব্যবস্থা ( ইরিকেশন) ও ৩) পানি নিষ্কাশন ব্যবস্থা। প্রথমে সাড়ে সতর হাজার হেক্টর ভূমির মধ্যে ১৩ হাজার হেক্টর ভূমিতে সেচ সরবরাহ করেছে পানি উন্নয়ন বোর্ড। এখন কমতে কমতে ৫/৬ হাজার হেক্টর ভূমিতে সেচ সরবরাহ করতে পারে সরজমিন রির্পোটে জানা যায়। এর পরেও অনেক প্রতিবন্ধকতা দেখা যায়। এদিকে দূর হচ্ছে না জলাবদ্ধতা, পানি নিষ্কাশন না হওয়ার কারনে মতলব উত্তর উপজেলার বিভিন্ন অঞ্চলে নীচু ভুমি গুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশন খাল গুলি জঙ্গল, আবর্জনা ও পলি পরে অনেক খালই ভরাট হয়ে যাচ্ছে। এ প্রকল্পে কোন নীয়ম নীতির বালাই নাই, যেমন নীয়ম আছে পালন না। এ বাধঁ তৈরী করা হয়েছে ইরিকেশন চালু রাখার জন্য, অপরিকল্পিত ভাবে বাড়ি ঘর করার জন্য নয়। এখন যেখানে সেখানে বাড়ি ঘর তৈরী করা হচ্ছে হরদূম। এর কারন কি? বাড়ি ঘর যদি করা হয় কর্তৃ পক্ষের অনুমতি এনে করার জরুরি প্রয়োজন রয়েছে বলে মনে করেন অভিজ্ঞ মহল। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সেচ কমিটি কর্তৃক সিদ্ধান্ত নিয়ে ছিলেন প্রতি বছর ১লা জানুয়ারী প্রধান সেচ খালে সেচ সরবরাহ করা হবে। কই কোথায় গেলো এ নীয়ম জানতে চায় প্রকল্পের কৃষকেরা। এখন ১০ ই জানুয়ারী ২০২৪ ইং রোজ বুধবার। সরজমিন ঘরে দেখা গেলো এখন ও পুরো এলাকায় সেচ ক্যানেলের আগাছা পরিষ্কার করা হয়নি, এর কারন কি? প্রকল্পের সিনেমা কান্দি, ফতেপুর, ঠেটালীয়া, গাজীপুর, সর্দার কান্দি, চরমাছুয়া, জনতা বাজার, আমিরাবাদ, ফরাজী কান্দি ইউনিয়নের শাঁখারী পাড়া সহ আরও বেশ ক,টি এলাকায় এখন ও আগাছা পরিষ্কার করা হয়নি। এ বিষয় টি সরজমিন তদন্ত করে এর ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃ পক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন অভিজ্ঞ মহল। এ নিয়ে গত ৯ জানুয়ারী সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় আলোচনা হয়। প্রকল্পের এ দৈন্যদশা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রকল্প বাসি, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর -২ আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর দৃষ্টি আকর্ষণ করেন প্রকল্প বাসি। তবে এ চলতি মৌসুমে নদী ভাঙ্গন কবলিত এলাকায় ব্লক নিক্ষেপ করার কাজ চলমান। চলবে,,,

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com