অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে— নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদীর তীর সংরক্ষণ’ শীর্ষক প্রকল্প প্রনয়নের নিমিত্তে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের মেঘনা-ধনাগোদা পওর বিভাগ ও মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী ওয়াহিদুর রহমান ভূঁইয়া, মোঃ মোশারেফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন।
সভা পরিচালনা করেন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন। সভায় মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবহারকারী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।
নিবার্হী প্রকৌশলী মোঃ মামুন হাওলাদার বলেন, বেড়িবাঁধ ও আশপাশের জায়গা এবং সেচখাল দখল করে যারা ব্যবসা প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এতে বাঁধটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রকল্পের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ প্রয়োজন, সেই লক্ষ্যে কাজ চলছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে মতলব উত্তরে ১৭ হাজার হেক্টর জমি নিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প চালু হয়। এই প্রকল্প অভ্যন্তরে কৃষকের জমি ও বিভিন্ন স্থাপনা নিরাপদ রাখতে ৬৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। তাছাড়া প্রকল্প অভ্যন্তরে পানি সরবরাহ ও নিষ্কাশনের জন্য উদমদী ও কালিপুরা এলাকায় পৃথক দুটি স্লুইস গেইট স্থাপন করা হয়।