শাহরাস্তি থেকে ফিরে মানিক দাস // জেলার শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়িতে দীপাবলীর কালীপূজায় ভক্তের সমাগম অনেকটাই কম। দেশে বিরাজমান বিরোধী রাজনৈতিক দলের ডাকা অবরোধ কর্মসূচী চলার কারণে দূরদূরান্ত থেকে ভক্তরা আসতে না পারায় গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরশ্বরী মায়ের মন্দিরে ভক্তের সমাগম বিগত বছরের তুলনায় একে বারে কম। মায়ের মন্দিরের সেই বট বৃক্ষের নিচে যৎসামান্য পুরোহিতের কাছে বসে মন্ত্রপাঠের মাধ্যমে পূজায় ব্রত হয়।সন্ধ্যায় ভক্তরা দশ মহাবিদ্যা সিদ্ধ পিঠ স্হানে আগরবাতি ও মোম প্রজ্জলন করে মায়ের মন্দির আলোকিত করে তোলে। আবার অনেক ভক্ত তাদের নিয়ত মানতের পাঠা বলি দিয়ে শ্যামা মায়ের আরাধনা করে। ছোট ছোট শিশুদের মানতের চুল দিতে ও দেখা যায়।
দীপাবলীর কালীপূজা উপলক্ষে মেহের কালিবাড়িতে বসেছে মাস ব্যাপী মেলা। মেলায় কাঠের শিল্প, বাচ্চাদের খালনা, কসমেটিক্সের স্টলসহ নানান দোকান বসেছে। মানুষের সমাগম কম থাকায় দোকানিরা দুশ্চিন্তায় পড়েছে। কিছু দোকানের সাথে কথা বলি তারা জানেন,বিগত বছরের চেয়ে এ বছর ভক্তের উপস্থিতি অনেক কম। আমরা যে আশায় মেহের কালিবাড়িতে প্রসরা সাজিয়েছি সে আশা হয়তো পূরন হবে না।দেশের বিরাজমান অবরোধ আমাদের বেচা বিক্রির ক্ষতি সাধন করছে। বাকিটা মায়ের কৃপার উপর আমরা ছেরে দিয়েছি।