ঘটনাসূত্রে জানাযায়, ২৪ মে শনিবার চট্টগ্রাম থেকে চাঁদপুর অভিমুখে ছেড়ে আসা (৭২৯ ডাউন ট্রেন)আন্তঃ নগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের তালতলা বাজারের পূর্বদিকে মন্ডল বাড়ির সমনে রাত সোয়া ১০ টায় আসলে অজ্ঞাত পরিচয়হীন বৃদ্ধ (৮০)ট্রেনের নিচে কাটা পড়ে খন্ডিত খন্ডিত হয়ে যায়। স্থানীয়রা রাতেই চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে রাত সাড়ে ১১ টায় চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ
এস আই তৌহিদুল ইসলাম সঙ্গীয় সদস্যদের নিয়ে রাতে ওই অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি খন্ডিত লাশ দেহাবাস উদ্ধার করে চাঁদপুরে রেলওয়ে থানায় নিয়ে আসা হয়।
গতকাল ২৫ শে মে রোববার সকালে পরিচয় সনাতের জন্য চাঁদপুর পিবিআই এর একটি বিশেষজ্ঞ টিম মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করে। এরই মাঝে সদর উপজেলার আশিকারী ইউনিয়নের লালদিয়া গ্রামের ময়দান খোলা এলাকার তপাদার বাড়ির মফিজুল ইসলাম তপাদার ট্রেনে কাটা পড়ে মৃত ব্যাক্তিটি তার পিতা বলে দাবী করেন। ভোটার আইডি কার্ড সূত্রে জানাযায় মৃত ব্যাক্তির নাম রমজান আলী তফাদার। তার বয়স প্রায় ৮০ বছর। তার পিতার নাম মৃতঃ জাফর আলী। গ্রাম মধ্য লালদিয়া ময়দান খোলা।
পিবিআই সূত্র জানিয়েছে মফিজুল ইসলাম তপাদার যে সব তথ্য দিয়েছে তার সত্যতা প্রমান পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে রমজান আলী তফাদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।