মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

মোমবাতি প্রতিকে সাংবাদিক আহসান উল্লাহর নির্বাচনী প্রচারণা শুরু

  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত হয়েছে
মানিক দাস // মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে চাঁদপুর-৩ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন‌ আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।
১৪ নভেম্বর শুক্রবার বাদ জুমা তিনি চাঁদপুর শহরতলীর গাছতলা দরবার শরীফ মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন। পরে তিনি মসজিদের মুসল্লী এবং এলাকাবাসীর সাথে কুশল বিনিময় শেষে তাদের হাতে মোমবাতি প্রতীকের লিফলেট তুলে দেন। এর আগে তিনি গাছতলা পীর সাহেবের করব জেয়ারত করেন।
এসময় মোমবাতি মার্কার সংসদ সদস্য প্রার্থী ও আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ বলেন, আজকে ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা আহমাদ শাহ (রং.) এর স্মৃতি বিজড়িত মাজার শরীফ মসজিদে নামাজ আদায় ও দোয়ার মধ্যদিয়ে চাঁদপুর-৩ এলাকায় মোমবাতি মার্কায় আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন ঘটাতে হলে খোদা ভীরু নেতৃত্ব প্রয়োজন। যাদের অন্তরে আল্লাহ এবং রাসূলের প্রতি ভয়, প্রেম ভালবাসা ও মহব্বত থাকবে। সেই নেতৃত্ব ছাড়া সমাজ থেকে দুর্নীতি এবং অপশাসন নির্মূল করা সম্ভব নয়। তাই চাঁদপুর-৩ আসনের সম্মানিত ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, রাষ্ট্রকে যদি দুর্নীতির, চাঁদাবাদি এবং মম সন্ত্রাস মুক্ত করতে চান, তাহলে আল্লাহ ভীরু মানুষদের নির্বাচিত করে সংসদে পাঠাবেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাঁদপুর এবং হাইমচর এলাকায় এখনো স্থায়ীভাবে নদী ভাঙ্গন রোধ হয়নি। চাঁদপুরে নদী কেন্দ্রিক উন্নয়ন এবং ইকোনমিক জোন করা সম্ভব। আল্লাহ আমাকে সুযোগ দিলে এই এলাকটিকে টেকসই বাঁধ দিয়ে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা এবং এইসব সম্ভাবনাকে কাজে লাগে অর্থনৈতিক উন্নয়নে কাজ করব। তিনি একটি আধুনিক ও ব্যাবসা-বাণিজ্য নির্ভর চাঁদপুর বিনির্মাণে মোমবাতি প্রতীকে ভোট কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, আলহাজ্ব খাজা মোহাম্মদ সাদাত উল্লাহ, খাজা আবদুর রহমান মুন্সি, পীরজাদা খাজা মোহাম্মদ মাসুম, পীরজাদা খাজা রেদোয়ান প্রমুখ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com