বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

যশোরে পর্ণোগ্রাফির মামলায় হাজীগঞ্জের সৌরভ আটক 

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুক ও মেসেঞ্জারে ব্লাকমেইলের মাধ্যমে চাঁদা দাবির মূলহোতা চাঁদপুরের হাজীগঞ্জের সৌরভ মাহামুদুলকে (২৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা করেন জনৈক মো. সোহাগ হোসেন বিপ্লব।
বুধবার (২১ মে) বিকেলে হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টারের ফ্যালকন ফ্যাশন জোন থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সৌরভ হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের আব্দুল গণির ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন যশোর জেলা গোয়েন্দা পুলিশের ওসি।
এই বিষয়ে বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, মামলার বাদী মো সোহাগ হোসেন বিপ্লব (৩৪) ১৬ মে সন্ধ্যার দিকে কোতয়ালী মডেল থানাধীন আড়পাড়া এলাকায় নিজ বাড়ীতে অবস্থানকালে হঠাৎ দেখতে পান যে একটি ফেসবুক আইডিতে স্ত্রী, ছোট ভাইয়ের বউ ও শালির পর্ন ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ছড়াচ্ছে।
ওই ছবি ও ভিডিও অজ্ঞাতনামা কেউ গোপনে সুকৌশলে সংগ্রহ করে এডিটিং এর মাধ্যমে বাদী ও তার আত্মীয়দের নিকট পাঠিয়ে তার স্ত্রীর মানহানীসহ সমাজে হেয়প্রতিপন্ন করে। একপর্যায়ে উক্ত আইডির ম্যাসেঞ্জার থেকে ম্যাসেজ দিয়ে ব্লাকমেইল করে তার নিকট হতে নগদ ১লাখ ২০ হাজার টাকা দাবি করে।
বাদী টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বাদীর স্ত্রী সহ অন্যান্যদের পর্নোগ্রাফি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পুনরায় পোষ্ট করার হুমকি দিতে থাকে।
বাদীর এমন এজাহারের প্রেক্ষিতে যশোর জেলার পুলিশ সুপার (এসপি) রওনক জাহান বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা(ডিবি) যশোরকে নির্দেশ প্রদান করেন।
পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই দেবব্রত ঘোষ, শিবু মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি দল অভিযান পরিচালনা করেন। তারা ২১ মে বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের হাজিগঞ্জ পৌর এলাকার বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টার এর ফ্যালকন ফ্যাশন জোন এলাকা হতে মো. সৌরভ মাহামুদুলকে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লেখিত ফেসবুক আইডি’র মাধ্যমে পর্নোগ্রাফি ছড়ানোসহ বাদীকে ভয়ভীতি ও ব্লাকমেইল করে টাকা দাবির ঘটনা স্বীকার করে।
ধৃত আসামির স্বীকারোক্তি মোতাবেক পর্ণ ছবি প্রস্তুত ও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) গ্রেপ্তার আসামিকে এসংক্রান্তে মামলায় আদালতে সোপর্দ করা হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com