বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

যে ১০ জেলার নারীরা বেশি বিদেশ যায়

  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৩২৮ বার পঠিত হয়েছে

প্রবাস ডেস্ক
বাংলাদেশ থেকে কাজের জন্য বিদেশে যাওয়া নারীদের ৮০ শতাংশের গন্তব্য সৌদি আরব। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, ২০০০ সাল থেকে শুরু করে ২০১৭ পর্যন্ত প্রতিবছর বিদেশে নারী কর্মীর অভিবাসন বেড়েছে। ২০১৭ সালে গেছেন ৪৫৪ জন, ২০১৫ সালে এটি ১ লাখ অতিক্রম করে। ২০১৭ সালে কাজের জন্য দেশ ছাড়েন ১ লাখ ২১ হাজার ৯২৫ নারী গৃহকর্মী। ২০১৮ সালে এসে হঠাৎই তা কমে যায়। সংখ্যাটি কমে হয় ১ লাখ ১ হাজার ৬৯৫।

অভিবাসন খাতের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা না করেই নারী গৃহকর্মীদের বিদেশে পাঠানো হচ্ছে। ভাষার সমস্যাও রয়েছে। ফিরে আসা নারীরা যৌন নির্যাতনসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ বিবরণ দিচ্ছেন। কাজের নিরাপদ পরিবেশের নিশ্চয়তা না থাকায় বিদেশ যেতে উৎসাহ হারিয়ে ফেলছেন অনেক নারী কর্মী।

এবার চলুন এক নজরে দেখা যাক যে ১০ জেলার নারীরা বেশি বিদেশে যায়

ঢাকা

সবচেয়ে বেশি নারী শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন ঢাকা থেকে। ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯০ হাজার নারী এই জেলা থেকে কাজ নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে।

মানিকগঞ্জ

দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ। ৫০ হাজার নারী সেখান থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন জীবিকার তাগিদে।

নারায়ণগঞ্জ

গত ১৩ বছরে নারায়ণগঞ্জ থেকে ৪৭ হাজার ৩৩০ জন নারী শ্রমিক বিদেশে গেছেন।

ফরিদপুর

চতুর্থ অবস্থানে আছে ঢাকা বিভাগেরই আরেক জেলা ফরিদপুর। সেখান থেকে ৪৬ হাজার ১৯৩ জন নারী কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন।

গাজীপুর

পঞ্চম অবস্থানে ঢাকার পাশের জেলা গাজীপুর। ২০০৫ সাল থেকে সেখানকার ৩৬ হাজার ৫৯১ জন নারী বিদেশে গেছেন।

হবিগঞ্জ

ঢাকা বিভাগের বাইরে নারীরা সবচেয়ে বেশি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে হবিগঞ্জ থেকে। গত ১৩ বছরে যার সংখ্যা ৩৪ হাজার ৪১০ জন।

ব্রাম্মণবাড়িয়া

২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রাম্মণবাড়িয়া থেকে বিদেশে পাড়ি জমানো নারীদের সংখ্যা ছিল ৩১ হাজার ১২১ জন।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ থেকে ২৫ হাজার নারী বিদেশে গেছেন কাজের সূত্রে।

কুমিল্লা

বিদেশে নারী শ্রমিক যাওয়ার দিক থেকে নবম অবস্থানে আছে কুমিল্লা। জেলার ২৪ হাজার ৬৭৮ জন নারী গত ১৩ বছরে বিদেশে যান।

বরিশাল

কাজের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছেন বরিশালের নারীরাও। সেখান থেকে ২০ হাজার ৫৩৮ জন গেছেন গত ১৩ বছরে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com