স্টাফ রিপোর্টার: সুফি সাধক হজরত খাজা লোকমান আলী ফকির চিশতীর (রহ:)এর ৯ তম ওফাত দিবস উপলক্ষে বাৎসরিক পবিত্র ওরস শরীফ মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ জুন মঙ্গলবার বাদ মাগরিব রঘুনাথপুর বাজার সংলগ্ন লোকমান আলী ফকির চিশতীর (রহ:)এর মাজার প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়ার অনুষ্ঠান প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, গাছতলা পীরজাদা খাজা জুবায়ের,বিশেষ মেহমান, হিসেবে উপস্থিত ছিলেন, তরিকত ফেডারেশন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, সাবেক মাওঃ মানসুর, নন্দনপুর দরবার শরীফ মাওঃএরফান শাহ ফারুকী, সাপ্তাহিক চাঁদপুর কাগজ সম্পাদক মুনাওয়ার কানন, মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।এছাড়াও লোকমান ফকিরের আশেকান ও ভক্ত বৃন্দ উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন।