বুধবার (২০ জুলাই) রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রি কলেজে শহীদ মিনার নির্মান কাজের উদ্বোধন করা হয়।
গভর্নিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো নাছির উদ্দিন রিয়াজ মাটি কেটে কলেজ চত্বরে শহীদ মিনার নির্মান কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য আবু ফয়সল, আবু আদিল, কলেজের অধ্যক্ষ আ,জ ম শামসুদ্দিন ইলিয়াস, মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু, অধ্যাপক রোকন উদ্দিন, দাশ গুপ্ত, নুরুল হুদা, খায়েজ আহম্মেদ, কোহিনুর আকতার, আবদুল কাইয়ুম, রতন তুরী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মুনাজাত পরিচালনা করেন শান্তিনিকেতন জামে মসজিদের খতিব মৌলানা মুহাম্মদ আজিমুল্লাহ সাহেব।