রাঙ্গুনিয়ায় “ইত্তেহাদ-এ ওলামায়ে আহলে সুন্নাত চন্দ্রঘোনার” উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে আগামী ০৭ অক্টোবর ২০২২ (শুক্রবার) ১০ রবিউল আউয়াল স্বাগত র্যালী অনুষ্ঠিত হবে।
স্বাগত র্যালীটি হযরত হাজী হাফেজ ছমিউদ্দিন শাহ রহঃ এর মাজার হতে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চন্দ্রঘোনা জিয়া মার্কেটস্থ হযরত ইমাম হোসাইন রঃ স্মৃতি পাঠাগারে সমাপ্ত হবে।
জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে স্বাগত র্যালী সফল করার লক্ষ্যে সবাইকে অনুরোধ জানিয়েছেন ইত্তেহাদ-এ ওলামায়ে আহলে সুন্নাত চন্দ্রঘোনার সভাপতি হযরতুলহাজ্ব মাওলানা জরিপ আলী আরমান, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম হেলালী, র্যালী উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার ফজল আহমদ, সদস্য সচিব মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ।