সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:২৫ অপরাহ্ন

রাজশাহী মহানগর আ’লীগের সম্পাদক ডাবলু সরকার গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ০ বার পঠিত হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
গত ৫ আগষ্ট ছাত্র- জনতার ওপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-৫ সদস্যরা।

র‌্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবীর জানান, শুক্রবার রাতে তাদের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ সদর থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে।

তিনি জানান, গত ৫ আগস্ট ডাবলু সরকারের নেতৃত্বে নগরীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপরে হামলা চালায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন। তার বিরুদ্ধে শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আনজুম হত্যা, জমি দখলসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে ডাবলুকে নওগাঁ অথবা জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে রাখা হবে। সেখানে যদি তার নামে কোনো মামলা থাকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। না থাকলে রাজশাহীর মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com