বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

রাতে চাঁদপুর শহরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ উল্লাস

  • আপডেটের সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৯২ বার পঠিত হয়েছে
মানিক দাস // বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় জয়ী হওয়ায় চাঁদপুর শহর আনন্দে উল্লাসে মাতোয়ার। কাতারের লুসাইল স্টেডিয়ামেবিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় আর্জেন্টিনা ও  ফ্রান্সের মুখমুখি হয়।  আর্জেন্টিনা জয়ী হলে বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের বেরে যায় উন্মাদনা। সেদিক থেকে বাদ যায়নি চাঁদপুর জেলা শহরও।
১৮ ডিসেম্বর রবিবার  চাঁদপুর শহরে আর্জেন্টিনার ভক্তদের উন্মাদনা বাড়তে থাকে। শহরের অলিতে গলিতে শুরু হয় আনন্দ মিছিল। রাত দেড়টায় ভক্তদের উন্মাদনাও বাড় থেকে। খেলা শুরু হওয়ার পর উত্তেজনা বাড়তে থাকে ভক্তদের মধ্যে।চাঁদপুর শহরের হাসান আলী  সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আধুনিক প্রযুক্তির মনিটরে হাজারো ভক্ত ও দর্শক আর্জেন্টিনা ও ফ্রান্সের এই খেলা উপভোগ করে।খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।
৩৬তম মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পায় মেসি। দারুণ দক্ষতায় মাক আলিস্তারকে বল বাড়ান তিনি। টেনে নিয়ে বক্সে আলিস্তার খুঁজে নেন দি মারিয়াকে। দারুণ এক শটে লরিসকে পরাস্ত করে বল জালে পাঠান জুভেন্টাসের এই ফরোয়ার্ড।
এর আগে দারুণ সব আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল আর্জেন্টিনা। ২১তম মিনিটে বাঁ দিক থেকে আলভারেসের পাওয়া বল বক্স থেকে বাইলাইন দিয়ে শট নিতে যাওয়ার মুহূর্তে ওসমান দেম্বেলের ফাউলের শিকার হন দি মারিয়া। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আলবেসিলেস্তেদের এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।এমনি ভাবে খেলার দ্বিতীয়াধ্যে খেলা শুরু হলে ফ্রান্স দুই গোলে করে খেলা কে সমান তালে নিয়ে যায়। খেলা করাতে থাকে ৯০ মিনিট অতিক্রম করে। অতিরিক্ত সময়ও খেলার তিন তিন গোলে চলতে থাকে। কৃপার সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত ট্রাইভেকারে খেলা গড়ায়। আর এ ট্রাইবেকারই কাল হয়ে  দাঁড়ায় ফ্রান্সের জন্য। বিশ্বকাপ ট্রফি জিতে আর্জেন্টিনা। আর এই জয়ের কারণেই চাঁদপুর শহর রাতেই হয়ে উঠতে উত্তাল। চারিদিক থেকে আনন্দ মিছিল বের করে। শহরের কালিবাড়ি মোড় ও হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ  জনসমুদ্রে পরিনত হয়।মোটর সাইকেল শোভাযাত্রা বেরকরা হয়। করা হয় আনন্দ মিছিল। কালীবাড়ি মোড়ে রাত প্রায় তিনটা পর্যন্ত এ আনন্দ উল্লাস চলে। ফুটানো হয় কয়েক শত আতজ বাজি।  ট্রাক সহ আলোকসজ্জা আর সাউন্ড সিস্টেম বাজিয়ে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে মেতে উঠে

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com