বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

শহ‌রে সিএন‌জি প্রবে‌শের উপর নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে জেলা প্রশাস‌কের কা‌ছে সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা শ্রমিক ইউ‌নিয়‌নের স্মারকলি‌পি প্রদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক । ১ ফেব্রুয়া‌রি থে‌কে জেলা প্রশাসক কর্তৃক চাঁদপুর শহ‌রে সিএন‌জি প্রবে‌শে নি‌ষেধাজ্ঞা দেয়া হ‌য়েছে। এটি বলবৎ হ‌লে প্রায় ১৫ হাজার সিএন‌জি চালক শ্রমিকরা হতাশার ম‌ধ্যে পর‌বেন। এ নি‌ষেধাজ্ঞা তু‌লে নি‌তে ২৭ জানুয়া‌রি সোমবার বি‌কে‌লে জেলা প্রশাসক ‌মোহাম্মদ মোহসীন উ‌দ্দি‌নের বরাবর চাঁদপুর জেলা সিএন‌জি চা‌লিত অ‌টো রিক্সা ও টে‌ক্সিকার সড়ক প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের নেতৃবন্দ স্মারক‌লি‌পি প্রদান ক‌রে‌ছেন।

স্মারক‌লি‌পি প্রদানকা‌লে সভাপ‌তি কাজী ফরুক, কার্যক‌রি সভাপ‌তি জ‌হির পাটওয়া‌রি সি‌নিয়র সহ সভাপ‌তি মোঃ মিন্টু বেপারী, সাধারণ সম্পাদক সেলিম গাজী, যুগ্ম সম্পাদক আবু তা‌হের মি‌জি, মোঃ আবুল কালাম ভুট্রু মাল, সহ সংগঠ‌নিক দেলওয়ার পাটওয়ারী, দপ্তর সম্পাদক মোঃ শামীম মি‌জি, প্রচার সম্পাদক সবুজ সরকার, লাইন ও সড়ক সম্পাদক মোঃ তাইজ উ‌দ্দিন হাওলাদার, কোষাধ‌্যক্ষ মাসুদ গাজী, লাইন সম্পাদক আলমগীর হোসেন শেখ, কার্যক‌রি সদস‌্য মোঃ ফারুক বেপারী, মোঃ বেলা‌য়েত খান, মোঃ রাজ্জাক, মোঃ মোস্তফা বেপারী
মতলব উত্ত‌র উপ‌জেলার সভাপ‌তি আব্দুল আওয়াল, মতলব দ‌ক্ষিন শ্রমিক নেতা বিল্লাল, ক‌বির হোসেন গাজীসহ সংগঠ‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের সদস‌্যগণ উপ‌স্থিত ছি‌লেন।

স্মারকলি‌পি প্রদান শে‌ষে জেলা প্রশাসক ম্রমিক‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আমার দরজা খোলা আ‌পনারা আমার কা‌ছে এস‌ছেন। আ‌মি আপনা‌দের দাবী দাওয়াগু‌লো দেখ‌বো, দে‌খে আ‌মি আবার আপনা‌দের সাথে বস‌বো।

শ্রমিককরা স্মারক লি‌পি‌তে তা‌দের বি‌ভিন্ন দাবী দাওয়া তু‌লে ধ‌রেন।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com