ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার ঘট স্হাপনের মাধ্যমে মণ্ডপে প্রতিমা বসানো হয়। তারপর ষষ্ঠী বিহীত পূজা অনুষ্ঠিত হয়। এর পূর্বের দিন বেলতলির পূজা করা হয়। আজ সোমবার মহা সপ্তমী বিহীত পূজা অনুষ্ঠিত হবে।
এবছর চাঁদপুর জেলার ৮ টি উপজেলায় ২২৪ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজার আয়োজন করেছে ভক্তরা।
দেবী দূর্গা এবছর গজে আগমন করেছে ।পূজা শেষে বিজয়া দশমীর মাধ্যমে দেবী দূর্গা দোলায় গমন করে চলে যাবে।
শ্রীশ্রী কালীবাড়ি মন্দির উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডঃ প্রবাস সাহা জানান, পূজার নিপত্তার জন্য আমরা সকল প্রস্তুতি নিয়েছি। মন্দিরে সিসি ক্যামেরা স্হাপন করা হয়েছে, পর্যাপ্ত ভলান্টিয়ার রাখা হয়েছে। নারী – পুরুষ ভক্তদের প্রবেশের জন্য পৃথক পথ রাখা হয়েছে। তিনি জানান এমনি ভাবে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার ব্যবস্হা করা হলে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। ভক্তরা স্বাচ্ছন্দে মায়ের প্রতিমা দর্শন করতে পারবে।