আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মামার লাশ দেখতে এসে ধর্ষণের শিকার হয়েছে তের বছরের এক শিশু। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খগেন্দ্র মালো নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে আশুলিয়ার নয়ারহাট গোপীনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে আশুলিয়ার চাকলগ্রাম এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
গ্রেপ্তার খগেন্দ্র মালো (৬০) আশুলিয়ার চাকলগ্রাম এলাকার মৃত মিন্টু মালোর ছেলে। সে গোপীনাথপুর বারোয়ারী কালী মন্দিরের সভাপতি বলে জানা যায়।
ভুক্তভোগীর স্বজনরা জানান, গত বুধবার (২৬ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় ভুক্তভোগী শিশুর মামা মারা যায়। পরে তাদেরকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা মামা বাড়িতে আসেন। এর দুইদিন পর শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে খগেন্দ্র কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হাবিবকে জানানো হয়। তিনি বিষয়টি মিমাংসা করবেন বলে পরবর্তী রবিবার দিন ধার্য করেন। কিন্তু রবিবার তিনি বিচার না করায় ভুক্তভোগী শিশুর মা রবিবার রাতে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত খগেন্দ্র মালোকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, ধর্ষণের একটি অভিযোগ আমার নিকট এসেছিল। প্রথমে আমি বিষয়টি যাচাই-বাছাই করার জন্য ২ দিন সময় নেই। কিন্তু পরে আমি তাদেরকে থানায় যেতে বলি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, শিশু ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।