শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
আশুলিয়ায় পিস্তলসহ পাঁচটি ককটেল উদ্ধার পুঠিয়ায় অবৈধভাবে পুকুর খনন ও সংস্কারের নামে মাটি বিক্রি বন্ধে ইউএনও’র অভিযান চাঁদপুরের বাকিলা বাজারে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান।  ৪টি প্রতিষ্ঠানকে ১৫,০০০/- টাকা জরিমানা। বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা কমিটি অনুমোদন। সভাপতি- সাংবাদিক নুর মোহাম্মদ খান, সাধারন সম্পাদক- মোঃ ইসমাইল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক- সেতু, কুটুম ও আফজাল খান বিজয়ীর উদ্যোগে রোগীদের বিনামূল্যে চোখের ছানী অপারেশন সম্পন্ন চাঁদপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ দেবপুরে শিশুকে বাঁচতে গিয়ে দু সিএনজির মুখমুখি সংঘর্ষ আজত ৫ নিহত১ চলন্ত ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে প্রাণ গেল শিক্ষকের চাঁদপুরে ডিএনসির অভিযানে  মাদকব্যবসায়ী আটক  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে জাহানারা নবজাতক ওয়ার্ডের যাত্রা শুরু

শ্রীশ্রী রাম ঠাকুরের দোল উৎসবের ১০০ বছর উপলক্ষে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান

  • আপডেটের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস   // পুরান বাজার শ্রীশ্রী রাম ঠাকুরের দোল উৎসবের ১০০ বছর উপলক্ষে শতবর্ষ পূর্তি ও অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তিনি বলেন, আপনারা আপনাদের প্রজম্মকে সনাতন ধর্মের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানান। আমি জানি আজকের দিনে পরশুরাম জম্ম গ্রহন করেছিলেন। আজকে দিনটা জম্ম দিবস।সেই উপলক্ষে ভক্তরা আজকে এখানে একত্রি হয়েছে, এসেছেন পূজা আর প্রার্থনা করতে। আমি চাঁদপুরে আসার পর আপনারা আমাকে এমন ভাবে নিজেদের আপন করে নিয়েছেন, যার জন্য এমন কোনো পূজায় আমাকে আসতে হয়েছে। কোনো একটা পূজা আমার বাদ পরেছে মনে পরে না। আসলে আমার ভাল লাগে, এসব অনুষ্ঠানে আসলে অনেক কিছু জানাযায়। আমরা কাজ করি এক এক সময় এক জায়গাতে। এসব সম্পর্কে জানা থাকলে আমাদের কাজ করতে অনেক ভাল হয়।যত বেশি ধর্মচর্চা করা যাবে তত বেশি জানা যাবে।আমাদের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান সবে মেরাজ, সবে কদর দিনে বা রাতে হয়। সেই দিনে বা রাতে এসবে ধর্ম সম্পর্কে ইমাম সাহেব শুরুতে বয়ান দেন এ দিনটি কি?  রাতটি কি?  সে সম্পর্কে। এতে প্রজম্ম সেই দিনটি সম্পর্কে জানতে পারে। আপনারা যারা ঠাকুর আছেন তারা সব সময় আড়ালে আবডালে থাকেন। আমরা জানি আপনাদের প্রত্যেকটি উৎসবের তাৎপর্য আছে। কিন্তু আপনারা প্রার্থনা করে চলে যান। পূজাটা কি?  কেন বা কি উদ্দেশ্যে করা হয়েছিল তার বয়ান হয় না, আলোচনা হয়না, বাচ্চারা আসে আনন্দ করে চলে যায়। ধর্মের কিছু বানী আছে হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন জৈন ধর্ম বলেন সব ধর্মেরই বানী আছে। আমি বলবো পূজা টা কেন সৃষ্টি হল কেক করলো এসব বিষয়ে আলোচনা করবেন তবেই আপনার সন্তান আপনার ধর্ম সম্পর্কে জানতে পারবে। আপনারা সন্তান  সেই ধর্মের তাৎপর্য সম্পর্কে শিখাবেন।
 অন্যান্য বক্তারা বলেন, চাঁদপুরের এই স্থানে ১৩৩২ সালে গুরুদেব দোল উৎসব পালন করেছেন। সেই থেকে শতবর্ষ ধরে এই উৎসবটি এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে শ্রী শ্রী রাম ঠাকুর দোলমল মন্দিরটি নানা সমস্যায় রয়েছে। বাজারের রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ভক্তরা মন্দিরে আসতে পারে না। মন্দিরে যদি শৌচাগার করা হয় তাহলে ভক্তরা উপকৃত হবে।
বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ডিডি এলজি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সনঞ্চালনায় ও শ্রী শ্রী রামঠাকুর দুল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ সাহা।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com