
তিনি বলেন, আপনারা আপনাদের প্রজম্মকে সনাতন ধর্মের আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জানান। আমি জানি আজকের দিনে পরশুরাম জম্ম গ্রহন করেছিলেন। আজকে দিনটা জম্ম দিবস।সেই উপলক্ষে ভক্তরা আজকে এখানে একত্রি হয়েছে, এসেছেন পূজা আর প্রার্থনা করতে। আমি চাঁদপুরে আসার পর আপনারা আমাকে এমন ভাবে নিজেদের আপন করে নিয়েছেন, যার জন্য এমন কোনো পূজায় আমাকে আসতে হয়েছে। কোনো একটা পূজা আমার বাদ পরেছে মনে পরে না। আসলে আমার ভাল লাগে, এসব অনুষ্ঠানে আসলে অনেক কিছু জানাযায়। আমরা কাজ করি এক এক সময় এক জায়গাতে। এসব সম্পর্কে জানা থাকলে আমাদের কাজ করতে অনেক ভাল হয়।যত বেশি ধর্মচর্চা করা যাবে তত বেশি জানা যাবে।আমাদের মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান সবে মেরাজ, সবে কদর দিনে বা রাতে হয়। সেই দিনে বা রাতে এসবে ধর্ম সম্পর্কে ইমাম সাহেব শুরুতে বয়ান দেন এ দিনটি কি? রাতটি কি? সে সম্পর্কে। এতে প্রজম্ম সেই দিনটি সম্পর্কে জানতে পারে। আপনারা যারা ঠাকুর আছেন তারা সব সময় আড়ালে আবডালে থাকেন। আমরা জানি আপনাদের প্রত্যেকটি উৎসবের তাৎপর্য আছে। কিন্তু আপনারা প্রার্থনা করে চলে যান। পূজাটা কি? কেন বা কি উদ্দেশ্যে করা হয়েছিল তার বয়ান হয় না, আলোচনা হয়না, বাচ্চারা আসে আনন্দ করে চলে যায়। ধর্মের কিছু বানী আছে হিন্দু ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন জৈন ধর্ম বলেন সব ধর্মেরই বানী আছে। আমি বলবো পূজা টা কেন সৃষ্টি হল কেক করলো এসব বিষয়ে আলোচনা করবেন তবেই আপনার সন্তান আপনার ধর্ম সম্পর্কে জানতে পারবে। আপনারা সন্তান সেই ধর্মের তাৎপর্য সম্পর্কে শিখাবেন।
অন্যান্য বক্তারা বলেন, চাঁদপুরের এই স্থানে ১৩৩২ সালে গুরুদেব দোল উৎসব পালন করেছেন। সেই থেকে শতবর্ষ ধরে এই উৎসবটি এখানে অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে শ্রী শ্রী রাম ঠাকুর দোলমল মন্দিরটি নানা সমস্যায় রয়েছে। বাজারের রাস্তাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ভক্তরা মন্দিরে আসতে পারে না। মন্দিরে যদি শৌচাগার করা হয় তাহলে ভক্তরা উপকৃত হবে।
বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ডিডি এলজি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ রায়।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সনঞ্চালনায় ও শ্রী শ্রী রামঠাকুর দুল মন্দির কমিটির সভাপতি পরেশ মালাকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল চন্দ সাহা।