মোঃ আবুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ হোসেন সড়ক দুর্ঘটনায় পায়ের ক্যাপ ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তিনি ঢাকা ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
আজ রবিবার বিকেল তিন ঘটিকায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে তার পায়ের অপারেশন করা হইবে বলে জানান পরিবারের সদস্যরা ।
১১ নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , দুই দুই বারের সফল চেয়ারম্যান ও ঠাকুরগাঁও ২৪ নিউজ পেপারের উপদেষ্টা জনাব মোঃ সোহাগ হোসেন ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন বাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ্ পাক দ্রুত সুস্থ্যতা দান করেন আবার যেন আপানাদের মাঝে সুস্থ ও স্বাভাবিকভাবে ফিরে আসে পারেন ।
উল্লেখ্য যে বৃহস্পতিবার ২৯ শে সেপ্টেম্বর ১১নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল যোগে শহরে যাওয়ার সময় ফেবসাডাঙ্গী এলাকায় একটি ছাগলকে বাচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঠাকুরগাঁও সেবা ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে চিকিৎসা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত ৩০ শে সেপ্টেম্বর ঢাকা ল্যাবএইড হাসপাতালেই নিয়ে যায়।