স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে সামাজিক সংগঠন লাইট ফর হিউম্যানিটির ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনের সুবিধাভোগী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আরমান চৌধুরী রবিন।
২৪ জুন শুক্রবার সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে লাইট ফর হিউম্যানিটি সমাজিক সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি ভবিষ্যতে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। এ সময় সমাজিক, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।