সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী হাসপাতালে ভর্তি, কাল অপারেশন চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর, জাতীয় দৈনিক বাংলাদেশের আলো’র চাঁদপুর জেলা প্রতিনিধি ও মাঠ পর্যায়ের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৷ তাকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে সাইদ হোসেন অপু চৌধুরী উক্ত হাসপাতাল এর নাক-কান ও গলা বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোঃ দৌলতুজ্জামান এর তত্ত্ববধায়নে চিকিৎসাধীন রয়েছেন। তিনি কানের ডান পার্শ্বে টিউমারের সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভোগছেন। গত ২০ অক্টোবর তিনি ল্যাব এইড স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা প্যারোডিক টিউমারের বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল (১৬ অক্টোবর)’ বুধবার সকালে অপারেশন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, সাংবাদিক সাইদ হােসেন অপু চৌধুরী প্রায় একযুগ ধরে চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় কাজ করে আসছেন। তার শারীরিক সুস্থতার জন্য আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধব ও সবার কাছে দোয়া চেয়েছেন।