বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত হয়েছে

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে   সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টুূর্নামেন্ট সকাল ০৮টা৩০মিনিটে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্ভোদন করেন জনাব আনিসুল ইসলাম অতিরিক্ত জেলা প্রসাসক রাজস্ব। রাজশাহী জেলা ক্রীড়া মন্ত্রনালয়ের কর্মকর্তা ও মানুয়েল সরেন প্রমুখ উপস্থিত ছিলেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীম আহমেদ জেলা প্রসাসক রাজশাহী।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জনাব কল্যান চৌধুরী  অতিরিক্ত জেলা প্রসাসক সার্বিক,রাজশাহী।উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন জনাব বেঞ্জামিন টুডু সভাপতি আদিবাসী স্পোর্টিং এসোসিয়েশন ও গবেষনা কর্মকর্তা বিভাগীয় কালচারাল একাডেমী রাজশাহী।  টুর্নামেন্টে আসারু একাদশ-রাজশাহী বিশ্ববিদ্যালয়।আন্ধারকোঠা টাইগার স্পোটিং ক্লাব-আন্ধারকোঠা, পবা, রাজশাহী। ডি.জে. রাজশাহী ও ডি.কে.বাবুলডাং-তানোর রাজশাহী।পাহাড়িয়া একাদশ রাজশাহী। প্রচেষ্টা স্পোটিং ক্লাব রাজশাহী।উত্তরবঙ্গ একাদশ আমনুরা চাঁপাইনবাবগঞ্জ ও আদিবাসী এফ.সি ঢাকা মোট ০৮ টি দল অংশগ্রহন করেন ও খেলাটি নক আউট পর্বে অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্ট চলাকালিন চিকৎসা সেবা প্রদানের জন্য রাজশাহী মিশন হাসপাতালের মেডিকেল টিম সর্বদা নিয়োজিত ছিল। সাগরাম মাঝি ১৯০১ সালের ১৭ই মে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মালকামলা মহাদেবপুর কেন্দুবালা গ্রামে জন্মগ্রহন করেন ও ১৯৫৪ সালের পুর্ব পাকিস্তানের আইন পরিষদের সাধারণ নির্বাচনে অংশগ্রহন করে এম.এল.এ নির্বাচিত হন।এরপর ১৯৭০সালে পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন।দেশ স্বাধীনের পর ১৯৭৪ সালে গোগ্রাম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।এবং ১৯৭৮ সালের ০৭ সেপ্টেমবর শেষ নিশ্বাস ত্যাগ করেন।সাগরাম মাঝি জনগনের সুরুক্ষায় গোগ্রাম স্বাস্থ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।শিক্ষার প্রসারে আদিবাসী প্রাথমিক বিদ্যালয় ও লাইব্রেরি স্থাপন করেন।সেই সাথে রাজশাহী শহরে থেকে আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর দরিদ্র ও মেধাবী ছাতরা বিনা খরচে পড়াশোনা করতে পারেন তার জন্য ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন।সাগরাম মাঝি জাতি ধর্ম বর্ন নির্বিশেষ সকলের সেবাই নিয়োজিত ছিলেন।সাগরাম মাঝি স্মৃতি ফুটবল টর্নামেন্ট আদিবাসী স্পোটিং এসোসিয়েশন আয়োজন করেন।****** ছোটন সরদার রাজশাহী।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com