ঢাকার সাভারে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৩ নভেম্বরে) ভোররাতে সাভার মডেল থানাধীন ভরারী বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা খানপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আব্বাস মিয়া (৫৫), কুষ্টিয়ার দৌলতপুর থানার ঝাউদিয়া এলাকার মৃত আ. মজিদের ছেলে মো. শুকুর আলী (৫২), ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরদত্তরকাঠি এলাকার আব্দুল হাকিমের ছেলে মো. লুৎফর রহমান কাজী (৫২), ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার মোতালেব দেওয়ানের ছেলে মো. মালেক দেওয়ান (৪৮), গাইবান্ধার সাদুল্লাহপুর থানার মো. মধু মিয়ার ছেলে মো. সাইফুল মিয়া (৪৫), সাভার থানার ভরারী এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. বাবু (৩৮), পটুয়াখালীর গলাচিপা থানার ডাকুয়া এলাকার মৃত আব্দুস সাত্তার মৃধার ছেলে মো. দুলাল (৪০) এবং দিনাজপুরের ফুলবাড়ী থানার
বৈকন্ঠপুর এলাকার মৃত গহির উদ্দিনের ছেলে মো. হামিদুল ইসলাম (৩৬)।
ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) স্যারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্শিরা হাবীব খান পিপিএম স্যারের সরাসরি তত্ত্বাবধানে আমার নেতৃত্বে ডিবি পুলিশের এসআই শুভ মন্ডলের একটি চৌকষ টিম সাভার থানাধীন ভরারী বটতলা এলাকায় অভিযান চালিয়ে আট জুয়ারীকে আটক করা হয়। এসময় জুয়ার বোর্ডে থাকা নয় হাজার ছয়শত টাকা, দুই প্যাকেট তাস এবং জুয়া খেলায় ব্যবহৃত একটি বিছানার চাদর জব্দ করা হয়। এ ঘটনায় আটক জুয়াড়ীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।