আলমাস হোসেনঃ ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে তিতাস গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ি এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে হঠাৎ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আশেপাশের বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাভার ও হেমায়েতপুর চামড়া শিল্পনগরীর পাঁচটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হেমায়েতপুর ট্যানারি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ ফরহাদুজ্জামান জানান, তিতাস গ্যাসের সরবরাহ লাইনের ছিদ্র থেকে বের হওয়া গ্যাসে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।
এদিকে সরবরাহ লাইনের ত্রুটির কারণে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দ্রুততম সময়ের মধ্যে সরবরাহ লাইনের মেরামত ও সংস্কারের দাবি জানিয়েছেন তারা।