আলমাস হোসেন : ঢাকা জেলা প্রতিনিধি
সাভারে অভিযান চালিয়ে হেরোইন সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১১ পুটলা হেরোইন উদ্ধার করা হয়।
বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৈনিক দেশবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।
এর আগে মঙ্গলবার (১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার ইসলামী ব্যাংকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- সাভারের হিজলা পশ্চিমপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে দস্ত মোহাম্মদ (৬৫) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার শিকরামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে শামিম মিয়া (৪০)। শামিম সাভারের হিজলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল দিবাগত মধ্যেরাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ইসলামী ব্যাংকের সামনে ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ পুটলা হেরোইন জব্দ করা হয়।
সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ দৈনিক দেশবাংলাকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।