প্রেস বিজ্ঞপ্তিঃ এ বছর মতলব উত্তর উপজেলার বিভিন্ন বিভাগে ৬ জন গুণী পাচ্ছেন সাহিত্য পরিষদ মতলব উত্তর কর্তৃক প্রদত্ত মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার। পুরস্কার প্রাপ্তরা হলেনঃ সাহিত্যে- সরকার আবদুল মান্নান, শিক্ষায়- মোঃ আব্বাস উদ্দিন, মানবাধিকার রক্ষায়- এ্যাডভোকেট মোঃ জসীম উদ্দিন, সমাজ সেবায়- সরকার মোঃ আলাউদ্দিন, ক্রীড়া সংগঠক- মোঃ জহিরুল ইসলাম চৌধুরী, কৃষি উদ্দোক্তা- সামিউল বাসির বিন হোসেন, জুরি বোর্ডের প্রধান সমন্বয়কারী সাহিত্য পরিষদ, মতলব উত্তর এর প্রতিষ্ঠাতা ও মহা পরিচালক নুর মোহাম্মদ খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যম কর্মিদেরকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশবরেণ্য কথাসাহিত্যিক মতলব উত্তরের কৃতি সন্তান সিলেট এম সি কলেজ এর অধ্যাপক ড. সরকার আবদুল মান্নান, প্রধান অতিথি হিসেবে ও চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মিঞা মোঃ জাহাঙ্গীর আলম প্রধান আলোচক এবং ছেংগারচর সরকারী ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইয়াছিন ঢালী, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিত থেকে ৪ঠা ডিসেম্বর বিকাল ৩টায় মতলব উত্তর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে অথবা মতলব উত্তর প্রেসক্লাব হলরুমে এ পুরস্কার তুলে দেবেন।
সাহিত্য পরিষদ মতলব উত্তর, স্বাধীনতার সূবর্ন জয়ন্তী ২০২১ সাল থেকে মতলব উত্তর উপজেলার গুনীজনদের মাঝে ‘মতলব মুক্ত দিবস সম্মাননা পুরস্কার’ নিয়মিত প্রদান করে আসছে।