বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

সিকোটেক্সে এগ্রো লিমিটেডের পুষ্টিকর ড্রাগন ও মাল্টা শোভা বর্ধন করেছে চাঁদপুরের ফল পুষ্টি ও বৃক্ষ মেলায়

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে

 

শহিদুল ইসলাম খোকন : উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ফল পুষ্টি ও বৃক্ষমেলা


বৃক্ষমেলা এবং কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা। মেলার প্রতিটি স্টলেই কৃষি, প্রযুক্তি ও পুষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।

মেলা উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, জেলা বন বিভাগের কর্মকর্তা মো. রেজাউল করিম ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। এসময় কৃষি, বন ও গণমাধ্যম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এ মেলা যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তি চেনার সুযোগ করে দিচ্ছে, তেমনি সাধারণ মানুষকেও গাছপালা ও পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতন করছে। মেলাটি বুধবার (২৫ জুন ২০২৫) থেকে ১ জুলাই প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে।

এদিকে মেলার ফল ও পুষ্টির স্টলে শোভা পেয়েছে সিকোটেক্স এগ্রো লিমিটেডের পুষ্টিকর ড্রাগন ও মালটা। সিকোটেক্স এগ্রো লিমিটেড এর বাণিজ্যিক কর্মকর্তা মাষ্টার মোস্তাফিজুর রহমান ও শাহাবুদ্দিন দেওয়ান বলেন, সরকারের পুষ্টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষে শিল্পক্ষেত্রের স্বনামধন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত এবিএম নাসির উদ্দিন সরকার সিকোটেক্স এ্যাগ্রো প্রতিষ্ঠা করেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায়। এই উপজেলার সাদুল্যাপুর গ্রামে সিকোটেক্স এ্যাগ্রোতে ড্রাগন ফল চাষের জন্য ৫ একর জায়গা রয়েছে। ড্রাগন ফলের রাজা হলুদ ড্রাগন এখানে সম্পন্ন প্রাকৃতিক জৈব সারের মাধ্যমে ব্যাপক হারে চাষ হচ্ছে।

তারা জানান, সিকোটেক্স এগ্রো লিমিটেড একটি বড় কৃষি খামার। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যে, বিদেশী অধিক পুষ্টিসম্পন্ন উচ্চ মূল্যের ফল চাষ করে দেশের সর্বশ্রেণির মানুষের পুষ্টি চাহিদা মেটানো এবং ফল আমদানি কমিয়ে বৈদিশিক মুদ্রার সাশ্রয় করা। সাধারন মানুষের বাজার থেকে ফল কিনে খেতে না হয়, সেই লক্ষে আমরা কাজ করছি। যেমন ভারতের মহারাষ্ট্র থেকে লাল, কালো, সবুজসহ বিভিন্ন প্রজাতির আঙ্গুর চাষ করা হচ্ছে। এছাড়া থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না থেকে বিভিন্ন প্রজাতির ড্রাগন গাছ এনে বিশাল বাগান করা হয়েছে। ভিয়েতনাম থেকে অধিক পুষ্টি সম্পন্ন উচ্চ ফলনশীল ছোট জাতের নারিকেল গাছের বাগান করা হয়েছে। এমনকি লাইটিং ট্যাকনোলজির মাধ্যমে সারাবছর এখন ড্রাগন ফল উৎপাদন হচ্ছে। হারিয়ে যাওয়া আমাদের দেশীয় আতাফল চাষ করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমরা ইচ্ছা করলে আমাদের উঠানের একটু পতিত জায়গা কিংবা ছাদের কোনায় কয়েকটি ফলের চারা লাগিয়ে পরিবারের পুষ্টি চাহিদা মেটাতে পারি। আমার গাছ আমি লাগাব। আমার পরিবারের ফলের চাহিদা আমি পূরণ করব। এটাই হোক আজকের মেলায় সকলের স্লোগান। পরিশেষে, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আজকের মেলার সার্বিক সাফল্য কামনা করছি। সাথে সাথে কৃষি সম্পসারণ অধিদপ্তর চাঁদপুর ও মতলব উত্তর উপজেলার কৃষি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, ফলের চাষ বাড়িয়ে জাতীয় পুষ্টি বৃদ্ধির সহায়ক ভূমিকায় সিকোটেক্স এ্যাগ্রো লিমিটেডে প্রাকৃতিক জৈব সার ব্যাবহার করে অর্গানিক পদ্ধতিতে চাষ করা দেশী-বিদেশী ফল ড্রাগন, ত্বীন, আজওয়া খেজুর, ভিয়েতনামী নারিকেল, এভোকাডো, শাওয়ারসপ, মাল্টা, বারোমাসী আম, সুদানী আতা, পেয়ারা, শরিফা, সবেদা, পেঁপে ও বিচিবহীন লেবুসহ সকল ধরনের কলমচারা ও ফল পাইকারী-খুচরা বিক্রয় করা হয়। তাদের সাথে এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে তারা। সিকোটেক্স এ্যাগ্রো লিমিটেড, সাদুল্যাপুর, বেলতলী বাজার, মতলব উত্তর, চাঁদপুর, মোবাইল-০১৮৩৪০২৪৯৫০।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com