বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে মাতাল চালকের চাকায় পৃষ্ট হয়ে নিহত ১

  • আপডেটের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ১৪৪ বার পঠিত হয়েছে

হাওরাঞ্চল প্রতিনিধি,সুনামগঞ্জ: সুনামগঞ্জে এক মাতাল গাড়ি চালকের মোটর সাইকেলের চাকায় পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বসলগড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে। আর ঘাতক গাড়ি চালকের নাম জাহাঙ্গীর মিয়া (২৭)। তিনি জেলার তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বড়গোফ গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আর এই ঘটনাটি গঠেছে গতকাল ০১.১০.২০ইং বৃহস্পতিবার রাত ৭টায় সীমান্তের লাউড়গড়-বড়ছড়া সড়কের রাজাই মিশন স্কুলের সামনে। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান,চালক জাহাঙ্গীর মিয়া মদ খেয়ে মাতল হয়ে মোটর সাইকেল চালিয়ে রাস্তা পাশে দাড়িয়ে থাকা তরিকুল ইসলামকে চাপা দেয়। এঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারপরও এলাকার লোকজন তরিকুল ইসলামকে বাঁচানোর জন্য পাশর্^বর্তী চাঁনপুর বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। তারপর ওই চিকিৎসক তরিকুলকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ এই ঘটনার খবর পেয়ে রাত ৯টায় নিহতের লাশ উদ্ধার করে। কিন্তু ঘাতক মোটর সাইকেল চালক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেনি। এবং তার মোটর সাইকেলটিও জব্দ করে নাই। এব্যাপারে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফের সরকারী মোবাইল নাম্বার বন্ধ থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বাদাঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই মাহমুদুল বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, গাড়ি চালক আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com