আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ‘সৌদি আরামকো’র তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৫টায় জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সৌদি জোট বলছে, ইয়েমেনের বৈধতা পুনরুদ্ধার করার জন্য সৌদি আরামকোর তেল মজুদকারী ডিপো লক্ষ্য করে সন্ত্রাসী, ইয়েমেন ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা মিসাইল দ্বারা হামলা করে। তবে এই হামলায় শহরের জনজীবনে কোনো প্রভাব ফেলেনি। সূত্র: রয়টার্স