শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি চাঁদপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি, শ্রেণী কার্যক্রম বন্ধে শিক্ষার্থীদের ভোগান্তি  Эффект ранга на известность онлайн-казино Онлайн казино и самые популярные игры на деньги: где и во что рекомендуется участвовать Анализ онлайн-казино: регистрация, акции и денежные ставки ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ

স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব সমাপ্ত স্বরূপানন্দ পরমহংসদেব একজন সমাজ সংস্কারক,,,,,,শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি

  • আপডেটের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার পঠিত হয়েছে
মানিক দাস //  দুদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে চাঁদপুর অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, অভিক্ষা মন্ত্রের উদ্যোক্তা, চরিত্রগঠন আন্দোলনের স্রষ্টা  অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ জন্মোৎসব। গত ২৫ ডিসেম্বর সোমবার তাঁরই পুণ্যজন্মস্থান চাঁদপুর পুরাণ আদালত পাড়াস্থ অযাচক আশ্রমে অনুষ্ঠিত দুদিনব্যাপী জন্মোৎসবের সমাপনী দিন গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার  হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখোরিত হয়ে ওঠে আশ্রম অঙ্গন। জন্মোৎসব উপলক্ষ্যে চাঁদপুরসহ দেশের বিভিন্নস্থান থেকে আগত ভক্তবৃন্দ হরিওঁ কীর্ত্তনসহ নেচে-গেয়ে পরম শ্রদ্ধাভরে আরাধ্যে পরম গুরু শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধাজ্ঞাপনপূর্বক নিজেদের সুখ, শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।  এদিন আশ্রম অঙ্গণে ভোর ৬টায় থেকে উষা কীর্তনাঞ্জলি, হরিওঁ কীর্তন, নবীন যুগের নববেদ, শ্রীশ্রী অখণ্ডসংহিতা পাঠসহ অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা অনুষ্ঠিত হয়। উপাসনা শেষে সকাল সাড়ে ১০টায় হরিওঁ কীর্তন সহযোগে চাঁদপুর শহরে বের হয় সম্প্রীতি র‌্যালি। সম্প্রীতি র‌্যালির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
তিনি বলেন শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব একজন সমাজ সংস্কারক।তিনি একজন ধর্মীয় সাধকই ছিলেন না, তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। তিনি মানুষকে সৎ পথে আনয়নের লক্ষ্যে চরিত্রগঠন আন্দোলনের উপর গুরুত্ব আরোপ করেন। মানুষকে সৎ চরিত্রের অধিকারী হতে প্রেরণা যোগান। সর্বপ্রথম চাঁদপুর শহরের অনতিদূরে ঘোড়ামাড়া মাঠে চরিত্রগঠন আন্দোলনের ডাক দেন। আজ বর্তমান সময় যা প্রতিটি মানুষের জীবনের অন্যতম মাধ্যম হয়ে দেখা দিয়েছে চরিত্র গঠনের প্রয়োজনীয়তা। আমাদেরকে সৎ চরিত্রবান হতে হবে এবং অপরকে সৎ চরিত্রের অধিকারী হতে সহায়তা করতে হবে। ভালো মানুষ তৈরির মধ্যে দিয়ে সমাজকে পাল্টে দিতে চেয়েছেন স্বামী স্বরূপানন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী (পিপি), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহ-সভাপতি তাপস কুমার সরকার, সাধারণ সম্পাদক সুজিত দাস প্রমুখ।
এদিন অনুষ্ঠিত হয় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন আশ্রমের অধক্ষ স্বরূপ ব্রহ্মচারী। বাসঅস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তাপস কুমার সরকারের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক রাধেশ্যাম কুড়ি, কালির বাজার কলেজের সহকারী অধ্যাপক বিমল চন্দ্র সরকার ও রহিমপুর আশ্রমের সাবেক কর্মকর্তা সুভাস চন্দ্র সাহা। স্বাগত বক্তব্য রাখেন আশ্রম পরিচালনা পর্ষদের সহ সভাপতি দুলাল চন্দ্র দাস। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, আশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, সদস্য মনতোষ সাহা, প্রণব সাহা, সঞ্জীত ভৌমিক, গৌতম কুমার ঘোষ, শিবু কুমার দাস, অনুপ দাস, মৃদুল কান্তি দাস, সুকুমার দাস প্রমুখ।
পরে দুপুর ২টায় অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ ও হরিওঁ কীর্তন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি করেন আশ্রম অধ্যক্ষসহ ভক্তবৃন্দ।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com