মানিক দাস ।। চাঁদপুর শহরের রেলওয়ে হর্কাস মার্কেটের ৩৫/৩৬ নং মীম টেলিকম নামক দোকান থেকে রাতের আধারে চোরের দল টিনের চাল কেটে ভেতর থেকে সকল মূল্যবান মোবাইল সেট ও ক্যাশ ভেঙ্গে নগদ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
১২ মে সোমবার সাকালে মীম টেলিকমের মালিক মারুফ খান দোকান খুলে দেখতে পান তার দোকানের স্যুকেচে সাজানো দামী কোনো মোবাইল সেট নেই। তাছারা দোকানের ক্যাশ ভাঙ্গা ও অন্যান্য মালামাল এলোমেলো ভাবে ছরিয়ে ছিটিয়ে পরে রয়েছে। মারুফ খান দেখতে পান তার দোকানের উপরের সিলিং কাটা। তাদেখেই তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন।
মারুফ খান জানান প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সোমবার সকালে দোকান খুলে দেখতে পাই স্যামসং, ওয়ান প্লাস, রিয়েলমি, এমআই, ভিভো,অপপো, টেকনো ও সিম্পনী কোম্পানী এনডোয়োট মোবাইল ফোন চুরি হয়ে গেছে।যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা ও ক্যাশ ভেঙ্গে প্রায় ৪ লাখ টাকা নিয়ে গেছে। চাঁদপুর মডেল থানা পুলিশ কে খবর দেয়া হলে এসআই নাদির শাহ ঘটনাস্হল পরিদর্শন করেছে।
পার্শ্ববর্তী মার্কেটের সিসিটিভির ভোটে যে দেখা যায় রোববার রাতে অপরিচিত দুই যুবক ও দুই শিশু ওই দোকানটির দিকে বারবার দৃষ্টি দিচ্ছিল। এ থেকে ব্যবসার ধারণা করছেন এই অপরিচিত ব্যক্তিরাই মীম টেলিকম নামক মোবাইলের দোকানটিতে চুরি ঘটনা পাঠাতে পারে।