চাঁদপুর প্রতিনিধি ॥ হরিওঁ কীর্তন, ধর্মসভা, সম্প্রীতি র্যালীর মধ্য দিয়ে অখণ্ড মন্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পূর্ণ জন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে দু’দিনব্যাপি শুভ-জন্মোৎসব সম্পন্ন হয়েছে। উৎসবের সমাপনী দিন মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভক্তবৃন্দের সাথে স্বাক্ষাৎপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
সকাল সাড়ে ১০টায় মন্দির প্রাঙ্গণ থেকে দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশ থেকে আগত শত শত ভক্ত হরিওঁ কীর্ত্তন সহযোগে চাঁদপুর শহরে নগর পরিক্রমা করে। সম্প্রীতি র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শণ শেষে অযাচক আশ্রমে এসে শেষ হয়। দুপুর ১২টায় চরিত্রগঠন আন্দোলন শীর্ষক ধর্মীয় অনুষ্ঠিত হয়।
এছাড়া উৎসবের শেষ দিন সকাল
৬টায় ঊষা কীৰ্ত্তনাঞ্জলি ও হরিওঁ কীর্ত্তন। সকাল ৮টায় নবীন যুগের নববেদ শ্রীশ্রী অখণ্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮টায় অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের বিশেষ সমবেত উপাসনা। দপুর ২টায় হাপ্রসাদ বিতরণ ও হরিও কীর্ত্তন। সন্ধ্যা সাড়ে ৬টায় শান্তিবাচনের মাধ্যমে দুইদিনব্যাপী উৎসবের শুভ সমাপ্তি ঘটে।
দুইদিনব্যাপী উৎসবের সমন্বায়কের দায়িত্ব পালন করেন অযাচক আশ্রম পরিচালনা কমিটির সমন্বয়কারী তাপস কান্তি সরকার, সহ সভাপতি দুলাল দাস, চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্টের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, মনতোষ সাহা, সঞ্জয় ভৌমিক, প্রনব সাহা, মৃদুল দাস, অনুপ দাস, মানিক দাস মঙ্গল, শিশু দাস, গৌতম ঘোষ, প্রিয়লাল ত্রিপুরা, সুকুমার রায়. গৌতম সাহা, মানিক চৌধুরী প্রমূখ।