নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর সদর উপজেলা হরিনা বাজার রফিকিয়া ইসলামিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হরিনা বাজার মজসিজ মাঠে প্রধান বক্তার তাশরীফ পেশ করেন আলহাজ মাও. ইলিয়াস হামিদী।
আরো ওয়াজ করেন মাও. নেছার আহম্মেদ মান্দারী, মাও. অলিউর রহমান, মাও. মাসুদুর রহমান।
গাজী মো. সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন মোজাম্মেল হোসেন টিটু গাজী, মো. দেলোয়ার হোসেন পাঠান, আবু বকর আকাশ, মো. আলমগীর হোসেন’সহ আরো অনকে।
দেশের শান্তি ও কল্যান কামনায় আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সমাপ্ত হয়।