বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ডাস্টবিন বিতরণ বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক কে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা, স্থানীয়দের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক স্ট্যাটাসের পর জেরিনের আত্মহত্যা //  স্বামী ও শ্বশুর-শাশুড়ি আটক  বীরগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন. বিদেশি কর্মকর্তাদের আচরণে ক্ষুব্ধ শ্রমিকরা, গিল্ডেন গ্রুপে উত্তেজনা চরমে চাঁদপুর জেলা প্রশাসকের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ পরিদর্শন,,, নারী ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে,,,,,,,,, ,,,,,,,, জেলা প্রশাসক মুহাম্মদ মহসীন উদ্দিন,, বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দেবরের দা’য়ের আঘাতে ভাবি গুরুতর আহত! পুলিশের হাতে আলম গ্রেপ্তার  চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে,,,,, ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা চলছে চিকিৎসাসেবা প্রেমের বিয়ে, মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্তা তানহা ও তার স্বামী আটক 

হাইমচরের   নয়ানী গ্রামে আপন চাচা  কতৃক  ভাতিজাদের সম্পওি আত্মসাৎ করার পাঁয়তারার সন্তাসী হামলা করে ৩ ভাতিজা কে হত্যার চেষ্টার অভিযোগ

  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টার // চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানি গ্রামের বাসিন্দা চাচা  মাওলানা মোঃ ইব্রাহিম আপন ভাতিজাদের সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, উক্ত  সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে চাচা  সন্ত্রাসীদের ভাড়া করে এনে  ভাতিজাদের উপর হামলা করে হত্যার চেষ্টার ও অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায় নয়নে গ্রামের মিজি বাড়ির বাসিন্দা  মাওলানা ইব্রাহিম উক্ত বাড়ির মুরব্বী হিসেবে সকলে মানে । তাই  উক্ত মিজি বাড়ির তিন প্রজন্মের মধ্যে সম্পওি বন্টন করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় এবং তিনি নিজেই সেই দায়িত্ব  মুরুব্বিয়ানা করে সেটির দায়িত্ব নেন।  এরপর থেকে শুরু হয় মাওলানা ইব্রাহিমের চলচাতুরি। এরপর তিনি উক্ত বাড়ির সম্পওি সকলের  মাঝে বন্টন করে দেওয়ার আশ্বাসে বেশ কয়েকবার স্থানীয় সালিশি সহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশী বৈঠকের তারিখ দিয়ে
নানা অজুহাত দেখিয়ে উক্ত সালিশি বৈষ্ঠকে আর উপস্থিত হননি।
এভাবেই তিনি উক্ত বাড়ির সম্পত্তি  বন্টন করে দেওয়ার  আশ্বাস দিয়ে একের পর এক পায়েতারা করে আসছে । এক পর্যায়ে স্থানীয়দের চাপে কয়েক বছর  পূর্বে তিনি পবিত্র হজ পালন করতে যাবেন। তখন বাড়ির সকলকে নিয়ে এক বৈঠক করে একটি সাদা কাগজে লিখিত দেন তিনি হজ পালন শেষে এসে দেশে এসে  উক্ত সম্পত্তি সকল অংশীদারের মাঝে বন্টন করে দিবেন।
কিন্তু হজ পালন শেষে তিনি দেশে এসে  বাড়ির কোন অংশীদারদের সাথে আলাপ আলোচনা না করে গোপনে ৩৭ শতাংশ সম্পত্তি অন্যত্র বিক্রি করে দেন।
শুধু বিক্রি করে তিনি ক্ষান্ত হননি সম্পওি বিক্রির দলিলে যে সকল
খতিয়ান ও দাগ  নম্বর উল্লেখ করে দলিল সম্পাদন করেছেন ওই সকল দাগ ও খতিয়ান নাম্বারে সম্পওি  বুঝিয়ে না দিয়ে ক্রেতা কে বাড়ির মূল অংশে সম্পত্তি বুঝিয়ে দিয়েছেন।  এই পরিস্থিতিতে বাড়ির সকল  অংশীদারগণ ক্রেতাকে সম্পত্তি বুঝিয়ে দেওয়ার পূর্বে বাড়ির অংশীদারগণকে দেওয়া পূর্বের প্রতিশ্রুতি রক্ষার জন্য বললে তিনি ক্ষিপ্ত হন।
পরে উক্ত সম্পত্তির বিষয়ে বাড়ির সকল অংশীদারদের মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর   রাত ১০ টায় নিজ বাড়িতে সালিশী বৈঠকের  কথা বলেন।
এদিকে তিনি ঐদিন স্থানীয় ও বহিরাগত কিছু সন্ত্রাসীদেরকে উক্ত  বাড়িতে একত্রিত  করে, এরা হচ্ছে –
স্থানীয় সন্ত্রাসী হাবিব মিজি খাইরুল বাহার আবুল বিশ্বাস রুবেল  বিশ্বাস
ছোবহান বিশ্বাস, মহিন বিশ্বাস সহ আরো ২০/৩০ জন কে নিয়ে উক্ত সালিসি বৈঠক শুরু হওয়া মাএ এলোপাতাড়ি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে উক্ত ইব্রাহিম মাওলানার নির্দশনা অনুযায়ী  ভাতিজাদের মারাত্মক আহত করে।
আহতরা হলো – কালু মিজি, মিজান মিজি, সাইফুল মিজি মারাত্মক আহত হলে এদের কে স্হানীয়রা উদ্ধার করে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করে।
বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছে ।
আহতরা জানান এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com