মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা হতে বিদেশি মদ উদ্ধার চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ২টি প্রতিষ্ঠানকে ৫৩,০০০/- টাকা জরিমানা। মতলব উত্তরে যৌথ বাহিনী কর্তৃক ০২ মাদক সেবী আটক স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

হাইমচরে  চার মামলায় জেল খাটা আসামী জামিনে এসে  স্বাক্ষীকে প্রাণাশের চেষ্টা 

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ০ বার পঠিত হয়েছে
মানিক দাস // চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগি ইউনিয়নে নাশকতার চার মামলার আসামি তাজুল ইসলাম গাজী জেল খেটে বেরিয়ে এসে সাক্ষীর উপর অতর্কিত হামলা চালিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ।
 খবর পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা তদন্ত করেন।
 ঘটনাটি উত্তর আলগি ইউনিয়নের মহজমপুর গ্রামে সালাম তালুকদারের পুকুরের পাড় রাস্তার উপরে হামলার ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় হামলা শিকার হওয়া মামলার সাক্ষী আব্দুস সাত্তার গাজীকে বৃহস্পতিবার বিকেলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
  হামলাকারীরা তাতেও ক্ষান্ত না হয়ে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সাক্ষীর উপর হামলা চালানোর চেষ্টা করে।
অবশেষে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় হামলার শিকার হওয়া আব্দুস সাত্তার গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করানো হয়।
 আহত আব্দুস সাত্তার গাজী জানায়,  মহরজমপুর গ্রামের মৃত হাজী খলিলুর রহমান তালুকদারের ছেলে আব্দুস সালাম তালুকদারের পৈত্রিক তিন একর সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নেন। কিছুদিন পূর্বে তাজুল ইসলাম গাজী ও তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক বেশ কিছু গাছ কেটে ফেলে। এই ঘটনায় সম্পত্তির মালিক সালাম তালুকদার থানায় লিখিত অভিযোগ দেয় ও আদালতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা মামলা দায়ের করে।
সেই মামলায় সাক্ষী হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ঘটনার দিন বিকেলে সালাম তালুকদারের পুকুর পাড়ে রাস্তার উপর হামলাকারী তাজুল ইসলাম গাজী ও তার সহযোগী গোপাল মাঝি, শিমুল মাঝি, অমল মাঝি, যুগল মাঝিসহ ১০-১৫ জন এসে অতর্কিত হামলা চালায়। তারা গলায় গামছা পেঁচিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। আশেপাশের লোকজন ঘটনাটি দেখে দৌড়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পত্তির মালিক আব্দুল সালাম তালুকদার জানান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অর্থ যোগানদাতা মহরমপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে তাজুল ইসলাম গাজী ওরফে তাজুমাল ১৭ বছর যাবত এলাকার রাম রাজত্ব কায়েম করেছে। নির্বাচনের সময় জোরপূর্বক ভোটকেন্দ্র দখল করে এক তরফা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করেছে। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি। তার ছেলে হাইমচর উপজেলার ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সোহাগ গাজী ৫ই আগস্টে ছাত্র জনতার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে তার ভিডিও ফুটেজ ও ছবি সকলের কাছে সংরক্ষিত রয়েছে।
এই আওয়ামী লীগের দোষর এখনো এলাকায় প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তি দখল করার চেষ্টা করে। পুলিশ তাকে চার মামলায় আটক করে কারাগারে প্রেরণ করার পর সে জেল কেটে বেরিয়ে এসে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে।  পৈত্রিক সম্পত্তির উপর রোপনকৃত গাছ কেটে জবর দখল করার চেষ্টা করে এই ঘটনায় মামলা করায় সাক্ষীর উপর হামলা চালিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তার ভয়ে অনন্যা সাক্ষীরাও পালিয়ে রয়েছে। এই আওয়ামী লীগের দোসর তাজুল ইসলাম গাজী ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান প্রশাসনের কাছে ।
 এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com