ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ, দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের টার্গেট কিলিং ও ভারতীয় আধিপত্যবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে নওগাঁ ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ এর আয়োজনে শহরের নওজোয়ান মাঠের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে জুলাই বিপ্লবী ছাত্ররা বিভিন্ন স্লোগানসহ বক্তব্য দেন।

Oplus_16908288
সমাবেশ শেষে একটি প্রতীকি কফিন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় বিপ্লবী মঞ্চের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তুমি কে, আমি কে হাদি হাদি, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, খুনি ও হত্যার বিচার চাই, প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা।
বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পরিকল্পনা করে সারা দেশে হত্যা করছে। এছাড়া ভারতীয় আধিপত্য বিস্তার করার চেষ্টা করা হচ্ছে যা কোন ভাবেই বাস্তবায়ন হতে দেয়া যাবে না। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।