মানিক দাস // শিবরাত্রির মূল বিষয় হলো মহাপুরাণ অনুসারে প্রাচীনকালে বারানসি তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে প্রচুর জীব হত্যা করে, চাপের মাত্রা বেড়ে যায়। একদিন সে শিকারে বেরিয়ে রাত হয়ে গেলে জিব জন্তুর ভয়ে গাছের উপর আশ্রয় নেয়।শিকার করতে না পেরে গাছের পাতা ছিরতে থেকেন। ব্যাধ যে গাছে উঠে আশ্রয় নিয়েছিল সেটি ছিল বেল গাছ।আর সেই গাছের নিচে ছিল শিব লিঙ্গ। আর সেই দিনটি ছিল শিবচতুর্দশি রাত্রি। আর ব্যাধ ছিল সেদিন উপবাসি।
সেই থেকে শিবরাত্রি ব্রতপালন শুরু হয়।
হিন্দু সম্প্রদায়ের নরনারীরা শিব রাত শিব চতুর্দশী ব্রত পালন করেছে। ১ মার্চ মঙ্গলবার এই শিবরাত্রি শিব চতুর্দশী বিভিন্ন মন্দিরে পালন করা হয়। শিবরাত্রি হচ্ছে হিন্দু নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিব রাত্রি অনুষ্ঠান পালন করা হয়।মহা শিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধনার শিবের মহা রাত্রি। অন্ধকার অজ্ঞতা দূর করার জন্য সবাই এই ব্রত পালন করে থাকে।
সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন মন্দিরে এই এই শিব ব্রত বা শিবরাত্রি পালন করা হয়। সকাল সাতটা থেকে চাঁদপুর শহরের নতুন বাজার সৃষ্টি কালীবাড়ি মন্দিরে সব বয়সি নরনারি তরুণ-তরুণীরা শিবের আরাধনায় ব্রত হয়ে শিব বিগ্রহে স্নান করিয়ে ব্রত পালনে একত্রিত হয়। নর-নারীরা উপবাস থেকে কালী মন্দিরে শিব বিদ্রোহ বিদ্রোহ কে স্নান করিয়ে পূজার্চনা করে। উপবাসব্রত নর-নারীরা শবির পূজা করার জন্য মন্দির গুলোতে দুধ, দই, ঘৃত, ফল ফলাদি সহ ধুতরা,আকন্দ,নিল কন্ঠ, অপরাজিতা ফুল, বেল পাতা তেল সিঁদুর ইত্যাদী নিয়ে পূজা করা হয়।কালিবাড়ি মন্দিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিব রাত্রি পালন করা হয়।
চাঁদপুর শহরের কালিবাড়ি মন্দির, প্রতাপসাহা রোড লোকনাথ মন্দির সহ বিভিন্ন মন্দিরে শিব চতুর্দশী বা শিব রাত্রি পালন করা হয়েছে।